• সুনামগঞ্জ

    ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী হাজী আকরম আলী

      প্রতিনিধি ৩০ জুলাই ২০২০ , ৮:১৬:৫৮ অনলাইন সংস্করণ

    বিশ্ব মুসলমানদের প্রধান দুটি উৎসবের মধ্যে একটি হচ্ছে “ঈদ-উল-আযহা”। ঈদ ঘরে ঘরে আনন্দ আর খুশীর শিহরণ জাগায় ছোট, বড়, ধনী, গরীব সকলের মাঝে। এদিন হিংসা-বিদ্বেষ ভুলে যাওয়ায় কোনো মানুষের ভেতর আমিত্ব থাকে না। শুধুমাত্র মুসলিম সমাজেই তার আনন্দ বার্তা ছড়ায় না। সর্বত্রই বিঘোষিত হয়ে ওঠে ঈদের জাগরণী উচ্ছ্বাস। মহামিলনের ঐক্যবন্ধনে দৃঢ় সূত্র গেঁথে যায় তেপান্তরে সীমানা দিগন্ত ছাড়িয়ে।

    ছাতকের ১০ নং দোলারবাজার ইউনিয়নের ঐতিহ্যবাহী পরিবারের সন্তান বর্তমানে লন্ডনে বসবাস কারী  বিশিষ্ট ব্যবসায়ী, এক সময়ে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার উত্তর কুলাউড়ায় বসবাসকারী হাজী আকরম আলী সিলেটের সকল জনসাধারনসহ সকল গনমাধ্যমকর্মী, শিক্ষক,সমাজকর্মী, দেশ ও প্রবাসে বসবাসরত সকল পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পরিচিত জন-শুভাকাঙ্খী সহ সকল মুসলিম উম্মাহকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন।

    এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদ- উল- আযহার আনন্দ ও মহান আল্লাহকে খুশি করতে পশু কুরবানীর মধ্য দিয়ে আত্মত্যাগের শান্তির বাণী ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে ঘরে। ধর্মীয় মূল্যবোধে পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় চেতনার ছোঁয়া দিয়ে এই ঈদে মানবিকতা জাগ্রত হয়ে ওঠুক। আনন্দের বার্তা নিয়ে আসা এই পবিত্র উৎসবে ধনী-দরিদ্র, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী সব মুসলমান মিলেমিশে ঈদের আনন্দ সমভাগ করে নেন, পারস্পরিক হিংসা-বিদ্বেষ, অহংকার ভুলে খুশিমনে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করেন।

    0Shares

    আরও খবর

    Sponsered content