প্রতিনিধি ২৮ জুলাই ২০২০ , ৪:৪৭:৩৭ অনলাইন সংস্করণ
হবিগঞ্জ প্রতিনিধি॥ হবিগঞ্জ সদর উপজেলার রায়দরে প্রতারণার মাধ্যমে গরু হাতিয়ে নেয়ার অভিযোগে দুই প্রতারককে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার বিকাল ৫টায় সদর থানার এসআই খুর্শেদ আলম সাংবাদিকদের সহযোগিতায় দুই প্রতারককে আটক করেন। এ সময় ওই চক্রের মূলহোতা ওই গ্রামের কথিত লন্ডনী আব্দুল আওয়াল পালিয়ে গেছে। পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, মানিকগঞ্জের শিবলা গ্রামের খুর্শেদ আলম খোকনের দুইটি গরু অনলাইনে ২ লাখ ৩৮ হাজার টাকায় সাব্যস্থ করে রায়দর গ্রামে আটককৃত আব্দুস সহিদ নামের এক ব্যক্তির নিকট। গতকাল রবিবার সকাল ১০টায় দুইটি গরু নিয়ে আব্দুস সহিদের বাড়িতে আসে। এ সময় আব্দুস সহিদ ও তার সহযোগি সালা উদ্দিন প্রতারণার মাধ্যমে দুইটি গরু হাতিয়ে নিতে চেষ্টা করে। এক পর্যায়ে স্থানীয় লোকজন গরু দুইটি ও আব্দুস সহিদ এবং সালা উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করেন। পরে পুলিশ ও সাংবাদিক ঘটনাস্থলে গেলে প্রতারণার বিষয়টি ধরা পড়ে। তখন আব্দুস সহিদ ও সালা উদ্দিনকে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে। এ রিপোর্ট লেখাকালে তারা থানায় আটক রয়েছে। এ বিষয়ে সদর থানার ওসি মাসুক আলী জানান, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে।