• ত্রাণ বিতরণ

    দিরাই উপজেলার ৩ ইউপিতে জেলাআ’লীগ সভাপতি আলহাজ্ব মতিউর রহমানের সহায়তায় ত্রাণ বিতরণ

      প্রতিনিধি ২৭ জুলাই ২০২০ , ৬:০৪:০৪ অনলাইন সংস্করণ

    স্টাফ রিপোর্টার।।  করোনা কালীন সময়ে কর্মহীন ও  দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সহায়তার অংশ হিসেবে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি ও সাবেক সফল সংসদ সদস্য, বর্ষীয়ান রাজনীতিবিদ আলহাজ্ব মতিউর রহমানের সহায়তায় দিরাই উপজেলার ৩ টি ইউনিয়নে ৩শতাধিক পরিবারে আজ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
    ইউনিয়ন গুলো হলো রফিনগর ইউনিয়ন, রাজা নগর ইউনিয়ন ও চরনারচর ইউনিয়ন।
    সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য ও দিরাই উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য আবু আব্দুল্লাহ চৌধুরী মাসুদ বলেন- বৈশ্বিক মহামারি করোনাভাইরাস সংকটের শুরু থেকেই বৃহত্তর সিলেটের প্রবীণ রাজনীতিবিদ ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মতিউর রহমান দলীয় নেতাকর্মী, জনপ্রতিনিধি ও প্রশাসনের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। করোনায় কর্মহীন ও বন্যাগ্রস্ত সুনামগঞ্জের জনগোষ্ঠীর সহায়তায় এগিয়ে এসেছেন বারবার, তারই অংশ হিসেবে আজ ৩ শতাধিক পরিবারে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে বাকি ইউনিয়ন গুলোতে ধারাবাহিক ভাবে ত্রাণ বিতরণ করা হবে।
    আবু আব্দুল্লাহ চৌধুরী মাসুদ আরও বলেন বর্ষীয়ান রাজনীতিবিদ আলহাজ্ব মতিউর রহমান ঢাকায় অবস্থান করলেও আত্মার মেল বন্ধন সুনামগঞ্জের মাটি মানুষের সাথে, তাই প্রতিনিয়ত তারুণ্যের উদ্যোমে নেতাকর্মীদের মাধ্যমে দিরাই শাল্লা সহ সারা জেলার খোঁজ খবর নিচ্ছেন। বন্যা গ্রস্ত ও করোনা আক্রান্ত দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে নির্দেশনা দিচ্ছেন।
    দিরাই উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও রফিনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহবুবুল আলম সোহেল বলেন- আমার নেতা আলহাজ্ব মতিউর রহমান সাহেবের সহায়তায় আমার ইউনিয়নের দরিদ্র পরিবারে ত্রাণ দিতে পারায় আমি উনাকে ইউনিয়ন বাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

    আরও খবর

    Sponsered content