প্রতিনিধি ২৭ জুলাই ২০২০ , ১:০৯:২১ অনলাইন সংস্করণ
আব্দুল মতিন (মাসুদ) ময়মনসিংহ।।ময়মনসিংহ জেলা পরিষদের অর্থায়নে হালুয়াঘাট উপজেলাধীন আফছার উদ্দিন মন্ডল, দারুলউলুম মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন, জেলা পরিষদের মেম্বার, ডাঃআসাদুজ্জামান আকন্দ ((সাগর) বলেন, জেলা পরিষদের পক্ষ থেকে, আট লক্ষ টাকা ব্যয়ে, ১২০ ফুট দৈর্ঘ্য, প্রস্ত ১৮ ফুট, বারান্দা ৬ ফুট, ৩ তলা ভবনের যৌথ ভাবে ভিত্তি প্রস্তর স্থাপন করেন,জেলা পরিষদের সম্মানিত সদস্য ডাঃ আসাদুজ্জামান( সাগর)জেলা পরিষদের সন্মানিত সদস্য মহিলা সংরক্ষিত আসন, এর সদস্য, আসমাউল হুসনা( শিমুল) এসময় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রকৌশলী সারোয়ার জাহান, টিকাদার আজিজুল ইসলাম, ইউপি,সদস্য মোখলেসুর রহমান মোখলেস, ও অত্র মাদ্রাসার কমিটির সদস্য বৃন্দ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ। দীর্ঘ আশার আলো ফুটলো, পরিশ্রমের ফলে আমার কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়িত হওয়ায়, আমি মোঃ শোয়েব মন্ডল আমার ব্যক্তিগত পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই,,ময়মনসিংহ জেলা পরিষদের সদস্য ডাঃ আসাদুজ্জামান আকন্দ সাগর ও আসমাউল হোসনা শিমুল আপুকে। কর্মব্যস্ততার ফাঁকে ফাঁকে বিভিন্ন উন্নয়ন মূলক কাজের মাঝে এই কাজটি নিয়ে দীর্ঘ দিন আটকে ছিলো পরিশেষে আসমাউল হুসনা (শিমুল) ও ডাঃআসাদুজ্জামান আকন্দ সাগর এর প্রচেষ্টায় আল্লাহর রহমতে বাস্তবায়ন হলো।এই দুজনের জন্য সকলের কাছে দোয়া চাই,আল্লাহ দুজন কেই ভালো রাখেন।