প্রতিনিধি ২৭ জুলাই ২০২০ , ১১:১৬:৩৭ অনলাইন সংস্করণ
ইরবাল হোসেন রিজন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি:: শেখ বোরহান উদ্দিন (রহ) ইসলামী সোসাইটি (বিআইএস)মৌলভীবাজার এর উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধ ও পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে কোরবানিকৃত পশুর বর্জ্য পরিবেশ সম্মতভাবে অপসরণে করণীয় শীর্ষক সচেতনতা মূলক লিফলেট ও মাস্ক বিতরণ এর সপ্তাহ ব্যাপী জেলার ৭ টি উপজেলায় ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে গত ২৬ জুলাই রবিবার জুড়ী এবং কুলাউড়ায় মাস্ক ও সচেতনতা মূলক লিফলেট বিতরন করা হয়েছে।
বিকাল ৩ ঘটিকায় জুড়ী নাইট চৌমুহনীতে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জুড়ী উপজেলার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম.এ. মোঈদ ফারুক।
অন্যদিকে বিকাল ৫ ঘটিকায় কুলাউড়া ডাক বাংলা প্রাজ্ঞনে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন শেখ বোরহান উদ্দিন (রহ)ইসলামি সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি এম. মুহিবুর রহমান মুহিব। জেলা ব্যাপী মেধা যাচাই পরীক্ষার পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ মনিরুল ইসলাম, নির্বাহী পরিচালক, মোঃ তাহের মিয়া (মুন্না), দপ্তর সম্পাদক মোঃ সিরাজুল হাসান,সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সাব্বির আহমদ তপু,শেখ বুরহান উদ্দিন সোসাইটির নির্বাহী পরিচালক, অমিত আল হাসান, ফরহাদ আহমদ ফাহিম,রুমেল আহমদ চৌধুরী,সাইফ উদ্দিন প্রমুখ।
উক্ত কর্মসূচিতে বিভিন্ন শ্রেনী পেশার মানুষদের মধ্যে লিফলেট ও মাস্ক বিতরণ করা হয় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিধি মোতাবেক সচেতন থাকার ও কোরবানিকৃত পশুর বজ্য নির্ধারিত স্থানে ফেলে পরিবেশ কে দুষনের হাত থেকে রক্ষা করার আহবান জানানো হয়।
এছাড়া আগামীকাল সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০ ঘটিকায় মৌলভীবাজার সদর উপজেলার কুসুমবাগ পয়েন্টে ও দুপুর ১ ঘটিকায় রাজনগর উপজেলা পরিষদের সামনে মাস্ক বিতরণ ও সচেতনতা মূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হইবে৷