• করোনা ভাইরাস নিউজ

    ঠাকুরগাঁওয়ে করোনাকালীন কর্মহীন ২ হাজার ৪শ পরিবারের মাঝে ত্রান বিতরণ

      প্রতিনিধি ২৫ জুলাই ২০২০ , ১২:৪২:০৩ অনলাইন সংস্করণ

    ঠাকুরগাঁও থেকে মাহমুদ আহসান হাবিব॥ করোনাকালীন সংকট মোকাবিলায় ঠাকুরগাঁওয়ে করোনায় ক্ষতিগ্রস্থ ২ হাজার ৪শ পরিবারের মাঝে ঈদ উপলক্ষে ত্রানসামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষা উপকরন বিতরণ শুরু হয়েছে।

    উন্নয়ন সহযোগী সংস্থা নেটজ বাংলাদেশের সহযোগীতায় ও বেসরকারী সংস্থা (এমকেপি) মানব কল্যান পরিষদ এর আয়োজনে শনিবার সকাল সাড়ে ১১ টার সময় ঠাকুরগাঁও সদর উপজেলার বড় খোচাবাড়ি এলাকার আলমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
    বিতরণ কার্যক্রম শুরু করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন ও জেলা সিএসও সদস্য নাজমুল ইসলাম।

    উল্লেখ্য, এ কার্যক্রমের আওতায় পর্যায়ক্রমে ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার ২৪টি ইউনিয়নের ২ হাজার ৪শ পরিবারকে ২০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি করে ডাল ও লবন, ১ কেজি করে সুজি ও চিনি, ১ লিটার ভোজ্য তেল সহ প্রয়োজনীয় ঔষধ ও ফেস মাস্ক দেওয়া হবে। আগামী ২৯ জুলাই পর্যন্ত চলবে এ কার্যক্রম ।

    আরও খবর

    Sponsered content