মৌলভীবাজার প্রতিনিধি:: একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে মৌলভীবাজার টাউন সিনিয়র মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ আকমল আলী মারা গেছেন।
রোববার (১৯ জুলাই) বিকেলে ঢাকায় কারাগারে তার মৃত্যু হয়।
২০১৫ সালে১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলা সদরের পাঁচগাঁওয়ের গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি আল ইসলাহ নামের একটি সংগঠনের মৌলভীবাজার জেলা কমিটির সাবেক সহ-সভাপতি।
জানাযায়,তার বিরুদ্ধে ৭১ সালের ৭ মে রাজনগরের পাঁচগাঁও গ্রামে গণহত্যায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়, সেদিন আকমল আলীসহ ওই চার জনের সহযোগিতায় পাক সেনারা গ্রামের ৫৯ জন নিরীহ মানুষ গুলিতে হত্যার পাশাপাশি বাড়ি-ঘরে লুটপাট ও অগ্নিসংযোগ করে।