প্রতিনিধি ১৬ জুলাই ২০২০ , ৩:৫০:০৬ অনলাইন সংস্করণ
মৌলভীবাজার জেলা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় দেড় কেজি গাঁজাসহ নূর উদ্দিন (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৫ জুলাই) রাত ১০ টার দিকে উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের দক্ষিণভাগ এলাকা থেকে তাকে আটক করা হয়। নূর উদ্দিন ওই উপজেলার গজবাগ এলাকার মকদ্দছ আলীর ছেলে।
পুলিশ সূত্র জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে থানার ওসি মো. ইয়াছিনুল হকের নির্দেশে থানার এসআই মো. শরীফ উদ্দিনের নেতৃত্বে পুলিশ দক্ষিণভাগ এলাকায় অভিযান চালায়। এসময় নূর উদ্দিনকে আটক করতে সক্ষম হলেও তার সহযোগী শাহাব উদ্দিন পালিয়ে যায়। পরে পুলিশ নূর উদ্দিনের কাছ থেকে দেড় কেজি গাঁজা জব্দ করে।
বড়লেখা থানার এসআই মো. শরীফ উদ্দিন গাঁজাসহ একজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে গাঁজা ব্যবসায়ী শাহাব উদ্দিন পালিয়েছে। এই ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার নূর উদ্দিনকে আদালতে নেওয়া হবে। পলাতক আসামি শাহাব উদ্দিনকে গ্রেফতারের চেষ্টা চলছে।