• মাদকদ্রব্য উদ্ধার/আটক

    ধোবাউড়ায় চুালাই মদ সেবন ও সংরক্ষণ করায় ২ জনকে ৬ মাস ৭ দিনের ভ্রাম্যমান আদালতের জেল জরিমানা

      প্রতিনিধি ১৬ জুলাই ২০২০ , ৫:৩৪:০৭ অনলাইন সংস্করণ

    ময়মনসিংহের ধোবাউড়া থেকে আব্দুল মতিন (মাসুদ)।। ধোবাউড়ায় চুালাই মদ সেবনের উদ্দেশ্যে সংরক্ষণ করায় ২ জনকে ৬ মাস ৭ দিনের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকালে দক্ষিণ রাণীপুর গ্রামের ফুলচান রবিদাস (৩২) ও রুপমনি রবিদাস এর বাড়িতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার, ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট রাফিকুজ্জামান।

    এসময় তাদের বাড়ির বসতঘর থেকে ৩০ লিটার করে মোট ৬০ লিটার চুলাই মদ জব্দ করা হয় এবং দুজনকে আটক করা হয়। ঘটনাস্থলে আটককৃত দুইজন আদালতে স্বীকার করেন, তারা নিয়মিত চোলাই মদ সেবন করে ও উৎপাদন করে এবং বিক্রয়ের উদ্দ্যেশ্যে সংরক্ষণ করে বিক্রি করে। পরে জব্দকৃত মদ নষ্ট করে দুইজনকেই ১০ (১) এর ধারা(চ)ধারা লঙ্ঘনে একই আইনের ৩৬ (৯) এর ২৫ ধারায় শাস্তিযোগ্য অপরাধে ৬ মাস ৭ দিনের জেল দিয়েছে এবং ১ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ময়মনসিংহ এর পরিদর্শক চন্দন গোপাল সুর সহ সঙ্গীয় ফোর্স।

    আরও খবর

    Sponsered content