• সারাদেশ

    ধোবাউড়ায় নেতাই নদীর বাধঁভেঙ্গে বন্যায় প্লাবিত এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক

      প্রতিনিধি ১৪ জুলাই ২০২০ , ১:০৬:৪১ অনলাইন সংস্করণ

    ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ধোবাউড়ায় বন্যায় প্লাবিত এলাকা ও ভেঙ্গে যাওয়া, রাস্তাঘাট পরিদর্শন করেন জেলা প্রশাসক মিজানুর রহমান। গত কয়েকদিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে প্লাবিত উপজেলার ৫ ইউনিয়নের প্রায় অর্ধশতাধিক গ্রাম। নেতাই নদীর বেড়িবাধঁ ভাঙনের ফলে তীব্র স্রোতে বিধ্বস্ত হয়ে বিপর্যস্ত হয়ে পরেছে গ্রামের যোগাযোগ ব্যবস্থা। বসত বাড়িতে বন্যার পানি ওঠায় পানিবন্দী হয়ে অনেকেইে তাঁদের পরিবারের শিশু-বৃদ্ধ ও গবাদিপশু নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।

    বানের পানিতে ভেসে গেছে শত পুকুরের মাছ ভেঙে গেছে মৎস্য চাষীর সোনালী স্বপ্ন। মানবেতর জীবন যাপন করছেন পানিবন্দী অসহায় মানুষেরা।

    ১৪/ই জুলাই মঙ্গলবার ময়মনসিংহ জেলা প্রশাসক মিজানুর রহমান বন্যায় প্লাবিত, উপজেলার গোয়াতলা, ধোবাউড়া সদর, কলসিন্দুর, দুধনই, পোড়াকান্দুলিয়া, বাঘবেড় ইউপির মেকিয়ার কান্দা বাজার সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।

    এসময় উপস্থিত ছিলেন জেলা নির্বাহী প্রকৌশলী মোঃ নূর হোসেন ভুইঁয়া, উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম, উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জামান, উপজেলা প্রকৌশলী শাহীনুর ফেরদৌস, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল ফজল, অফিসার ইনচার্জ আলী আহমেদ মোল্লা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেন, গোয়াতলা ইউপি চেয়ারম্যান মোঃ ফরহাদ রব্বানী সুমন, জাকিরুল ইসলাম টুটন, সদর ইউপি চেয়ারম্যান এরশাদুল হক, গামারিতলা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, দক্ষিণ মাইজপাড়া ইউপি চেয়ারম্যান ফজলুল হক প্রমুখ।

    পরিদর্শন শেষে জেলা প্রশাসক মিজানুর রহমান বলেন রাস্তাঘাট সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করা হবে।

    0Shares

    আরও খবর

    Sponsered content