• সুনামগঞ্জ

    ১৭ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়েছে জুলাই বিপ্লব আন্দোলন: এড. পাবেল

      মো: বদরুজ্জামান বদরুল, বিশেষ প্রতিনিধি: ২ জুলাই ২০২৫ , ৩:১৭:৪৮ অনলাইন সংস্করণ

    “১৭ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়েছে জুলাই বিপ্লব আন্দোলন। ফ্যাসিস্ট সরকার দেশের জনগণের ওপর নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দেশ শাসন করেছে। বিএনপির নেতাকর্মীরা অত্যাচার নির্যাতন সহ্য করে জুলাই বিপ্লব আন্দোলন সংগঠিত করে দেশের মানুষকে দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে। গুম খুন ও মিথ্যা মামলা দিয়ে বিএনপির ৩ কোটি নেতাকর্মীদের হয়রানি করেছে ফ্যাসিস্ট সরকার।”

    ১৭ বছর ধরে নির্যাতনের রাজত্ব কায়েম করে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ সরকার বলে মন্তব্য করেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও দিরাই উপজেলা বিএনপির আহবায়ক কমিটির ১ম সদস্য সুনামগঞ্জ ২ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল।

     

    মঙ্গলবার দুপুরে আগামী জাতীয় সংসদ নির্বাচনের অনিশ্চিয়তা কাটিয়ে জনগণের প্রত্যাশা পূরণে ভূমিকা রাখায় আগামী দিনের রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে সুনামগঞ্জের শাল্লা উপজেলায় র‍্যালি পরবর্তী ও আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য এসব কথা বলেন তিনি।

    তিনি বলেন, “বিএনপির একজন কর্মী হিসাবে দিরাই-শাল্লার মানুষের খেদমত করতে আগামী সংসদ নির্বাচনে ধানের শীষ নিয়ে মানুষের সেবায় কাজ করতে চাই। বিএনপির দুঃসময়ে দলের নির্দেশে মানুষের জন্য কাজ করেছি। ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি গণতন্ত্রের জন্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের জন্য সবসময় কাজ করেছি। বিএনপি দীর্ঘ অপেক্ষা পরে আলোর মুখ দেখেছে।তাই আগামী সংসদ নির্বাচনে দিরাই শাল্লার মানুষের ভাগ্য পরিবর্তনে ধানের শীষ নিয়ে নির্বাচনে আসবো। মানুষের ভোটের মাধ্যমে জয়ী হয়ে সাধারণ মানুষের জন্য কাজ করে যেতে চাই।”

    এসময় সভার শুরুতে দুপুরে হাজারো নেতাকর্মীদের অংশগ্রহনে র‍্যালিটি শাল্লা উপজেলার বিভিন্ন সড়ক প্রদিক্ষন শেষে শাল্লা উপজেলা পরিষদ প্রাঙ্গনে এক আলোচনা সভায় মিলিত হয়।

    এসময় উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহব্বায়ক এম ও রাজ্জাকের সভাপতিত্বে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ব্রজেশ রঞ্জন চৌধুরী ও যুব দলের সদস্য সচিব মাহবুব হোসেন শিশুর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাল্লা উপজেলা বিএনপির আহব্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ, যুগ্ম আহব্বায়ক জাকির হোসেন,যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম মাষ্টার দিরাই পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান, সদস্য বাবুল সরদার,শাল্লা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শামীম আহমদ, ইমামুল হক,আতিকুল ইসলাম মাষ্টার,শাল্লা উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ মাহতাব উদ্দিন,দিরাই উপজেলা যুবদলের সদস্য সচিব লিপন হাসন চৌধুরী, দিরাই পৌর যুবদলের আহবায়ক মহিউদ্দিন মিলাদ, যুবদলের যুগ্ম-আহবায়ক জুয়েল তালুকদার, শাল্লা উপজেলা যুবদলের সদস্য সচিব রুবেল আহমদ দুলাল, সুনামগঞ্জ জেলা তরুন দলের আহবায়ক আবুল ফজল আকাশ, শাল্লা উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নূরুল আমিন, শাল্লা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাঈদ হোসেন সাগর,দিরাই উপজেলা ছাত্রদলের আহবায়ক আবু হাসান চৌধুরী সাজু,দিরাই সরকারী কলেজ ছাত্রদলের আহবায়ক সালমান মিয়া, শাল্লা উপজেলা তরুণ দলের আহ্বায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব উজ্জ্বল মিয়া, শাল্লা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তারেক হাসান, সদস্য সচিব তোফাজ্জল হক বাপন।

    বক্তারা (সুনামগঞ্জ২ দিরাই-শাল্লা আসনে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত) বিগত সরকারের আমলে দিরাই-শাল্লার বিএনপির নির্যাতিত নেতাদের পাশে দাঁড়ানো কর্মীবান্ধব বিশ্বস্ত বন্ধু, বিগত বন্যায় অসহায় মানুষের পাশে দাঁড়ানো, জনপ্রিয় নেতা, এ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল কে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দিরাই-শাল্লা আসনে বিএনপির মনোনয়ন দেয়ার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করে নানাবিধ দিক থেকে পিছিয়ে পড়া দিরাই-শাল্লা কে উন্নয়নের জন্য, এই পশ্চাৎপদ জনপথের মানুষের অধিকার আদায়ের জন্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সোনার বাংলা গড়ার লক্ষ্যে, পিছিয়ে পড়া দিরাই-শাল্লার উন্নয়নে মাটি ও মানুষের নেতা হিসেবে উল্লেখ করে বলেন আমরা মাটি ও মানুষের নেতা চাই, হাইব্রিড নেতা চাই না। সেই সাথে সুনামগঞ্জ২ দিরাই-শাল্লা আসনে বিএনপির প্রার্থী কে ভোট দিয়ে বিজয়ী করার জন্য উপস্থিত জনতার প্রতি উদাত্ত আহ্বান জানান।

    আলোচনা সভায় দিরাই-শাল্লা বিএনপি ও সহযোগী সংগঠনের প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    আরও খবর

    Sponsered content