• সুনামগঞ্জ

    দিরাইয়ে পল্লী চিকিৎসক ও নার্সিং কোর্সের সনদ বিতরণ

      দিরাই প্রতিনিধি: ৪ জানুয়ারি ২০২৫ , ২:০৬:২৮ অনলাইন সংস্করণ

    প্রশিক্ষণ নিন, বদলে যাবে দিন , জীবনকে সুন্দর ভাবে আলোকিত করতে, প্রশিক্ষনের বিকল্প নেই। এই প্রতিপাদ্যকে সমানে রেখে হাওরের জেলা সুনামগঞ্জের দিরাই উপজেলায় ও এইচ, এস মেডিকেল ট্রেনিং ইনস্টিটিউট দিরাই শাখার বিভিন্ন ব্যাচের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরন করা হয়।

    শুক্রবার সকাল ১১ টায় জনস্বার্থে ২৪ কম নিউজের অফিসে দিরাই শাখার ও, এইচ, এস মেডিকেল ট্রেনিং ইনস্টিটিউটের আয়োজনে আলোচনা সভা ও সনদ বিতরণ অনুষ্টান অনুষ্টিত হয়।

    শাখার পরিচালক মোঃ বদরুজ্জামান বদরুলের সভাপতিত্বে, সিলেট জার্নালের নিউজ ইডিটর, শাখার সহকারী পরিচালক নাইম তালুকদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উক্ত প্রশিক্ষনের প্রশিক্ষক, হাজেরা ক্লিনিকের স্বত্বাধিকারী, ডাক্তার বদরুল আলম, এম, বি, বি, এস ইউকে,।

     

    দিরাই মহিলা বিষয়ক কর্মকর্তা লক্ষি তালুকদার, দিরাই সরকারি কলেজের প্রভাষক ( বাংলা) রফিকুল ইসলাম, দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, সাধারণ সম্পাদক : জিয়াউর রহমান লিটন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব দুলদুল চৌধুরী, ডি, এস, এস প্রি -ক্যাডেট একাডেমীর চেয়ারম্যান শিক্ষাবিদ শাহাজাহান সিরাজ, সুরমা কলেজের প্রভাষক মুস্তাহার মিয়া মোস্তাক, সাবেক কাউন্সিলর জয়নুল হক চৌধুরী, বিএনপি নেতা আলী আহমদ খান, মিডিয়া ব্যাক্তিত্ব ইমদাদ সরদার শিক্ষানবিশ আইনজীবী সিলেট জজ কোর্ট) রাজনগর প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক আজাদী, দিরাই বি আর ডি পি’র অফিস পরিদর্শক, ইব্রাহীম আলী, রাজি মিডিয়ার পরিচালক, আবদুল্লাহ রাজী, রাজানগর ইউপি জমিয়ত সাধারণ সম্পাদক, ফয়সল আহমদ সহ বিভিন্ন ব্যাচের প্রশিক্ষণার্থীরা,।

     

    বক্তারা তাদের বক্তব্যে বলেন, মানব সেবায় চিকিৎসকদের এগিয়ে আসা অতীব জরুরী। প্রশিক্ষণের মাধ্যমেই মানব জীবনকে আলোকিত করা সম্ভব।

     

    ও, এইচ, এস মেডিকেল ট্রেনিং ইনস্টিটিউট দীর্ঘ সাত বছর যাবত আমাদের হাওর পাড়ে প্রশিক্ষণ দিয়ে আসছে। আমরা এ প্রশিক্ষনের ঊর্ধ্বতন দায়িত্ব পাত্র সকল চিকিৎসক ও কর্মকর্তাদের সাধুবাদ জানাই।

     

    সেই সাথে যিনি এই শাখা দিরাইয়ে পরিচলানা করছেন তাকে ও ধন্যবাদ, । বক্তরা আরো বলেন, চিকিৎসার নামে যারা সাধারন মানুষের প্রাণ নিয়ে খেলা করেন, এ রকম চিকিৎসদের সমালোচন করে তাদের প্রতি অনেক বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এসময় প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ রাজনীতিক ব্যাক্তিত্ব ও সকল শ্রেণী পেশার মানুষজন উপস্থিত ছিলেন।

    আরও খবর

    Sponsered content