• সুনামগঞ্জ

    দিরাইয়ে গণমাধ্যম কর্মীর বাড়িতে আওয়ামীলীগের প্রেতাত্মাদের হামলার অভিযোগ

      মোঃ বদরুজ্জামান বদরুল বিশেষ প্রতিনিধি: ২৬ ডিসেম্বর ২০২৪ , ৪:৪৬:৪৪ অনলাইন সংস্করণ

    নিরপেক্ষ সাংবাদিকতায় অবস্থান নেওয়ায় দীর্ঘদিন ধরে সুরঞ্জিত সেনগুপ্তের আশির্বাদ পুষ্ট আওয়ামী লীগ পরিবারের রোষানলের শিকার গণমাধ্যম কর্মী আকতার সাদিক চৌধুরী। জামায়েতে ইসলামীর সমর্থনে থাকা ওই গণমাধ্যম কর্মী আওয়ামী লীগের কোনো দলীয় মিটিং বা মিছিলে না যাওয়া এবং তার কথামত লেখালেখি না করায় ধিরে ধিরে তার প্রতি আক্রোশ বাধে স্হানীয় আওয়ামী লীগ লিডার আবুল কালাম আজাদ ও তার সন্ত্রাস বাহিনী।

    সর্বশেষ সোমবার বিকেলে পারিবারিক একটি বিষয়ে আজাদ তার দলবল পাঠিয়ে তাকে নিজ বাড়ি থেকে অপহরন করানোর চেষ্টাও করে বলে বিশ্বস্হ সূত্রে জানা গেছে ।

    ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের ফাতেমানগর নামক গ্রামে।। সরেজমিন অনুসন্ধানে বেরিয়ে আসে অপহরণ চেষ্টার মূল কারন।

    সূত্র জানায় আকতার সাদিক চৌধুরীর ভগ্নিপতি হয় আজাদের ছোট ভাই আজিজ আহমদ দুলাল, ১৫ বছরের ঘরসংসারে যৌতুকের নির্যাতনে দুর্বল হয়ে পড়েন বোন।

    এভাবেই নানান কায়দায় বছরের পর বছর নির্যাতান করে আসছে পরিবারের লোকজন। গত রবিবার রাতে ঘরোওয়া বিষয় নিয়ে তাকে মারধর করে ঘরে জিম্মি করে রাখা হয়। খবর পেয়ে পরে স্হানীয় পুলিশ তাকে উদ্ধার করে।

    এর জেরে ওইদিন বিকেলে আওয়ামীলীগের উপজেলা সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান প্রদীপ রায়ের ঘনিষ্ঠ কর্মী ছাও মিয়ার নেতৃত্বে আলাল,সইফুল,মোস্তাক,রাজু সহ একটি নির্দিষ্ট বাহিনী তাকে তুলে নেওয়ার প্রস্তুতি নিয়ে বাড়ির সামনে এসে তাকে না পেয়ে ফিরে যায়।

    পরদিন মঙ্গলবার ২৪ ডিসেম্বর সকালে আলালের নেতৃত্বে হামলা চালায় আজাদ ও ছাও বাহিনী। থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্হলে পরিস্হিতি নিয়ন্ত্রনে আনে ।

    এব্যাপারে দিরাই থানা ওসি আব্দুররাজ্জাক জানান অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

    আরও খবর

    Sponsered content