• সমাজ সেবা

    ১০ কোটি টাকার তহবিল নিয়ে সিলেটে কার্যক্রম শুরু হলো ফাহিম আল ইসহাক চৌধুরী ট্রাষ্টের!

      ভাটি বাংলা ডেস্ক: ৩ নভেম্বর ২০২৪ , ১২:০৭:৪০ অনলাইন সংস্করণ

    সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাটের শিশিক্ষার্থী সহ জনকল্যাণের স্বার্থে ১০ কোটি টাকার নগদ তহবিল নিয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হয়েছে ফাহিম আল ইসহাক চৌধুরী ট্রাস্টের।

     

    আজ শনিবার জকিগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ের ফাহিম আল ইসহাক চৌধুরী অডিটোরিয়ামে জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার সকল স্কুল মাদ্রাসার শিক্ষক প্রতিনিধিদের নিয়ে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে দাতব্য এ প্রতিষ্ঠানটি। “ফাহিম আল ইসহাক চৌধুরী ট্রাস্ট। দুপুর ১১ টার সময় ট্রাস্টের সহ-সভাপতি এটিএম সেলিম চৌধুরীর সভাপতিত্বে ও সচিব সাব্বির আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আফসানা তাসলিম।

     

    বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস, বারহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, সিলেট জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কুতুব উদ্দীন, মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি তোফায়েল আহমেদ চৌধুরী, দাতা সদস্য আব্দুল মালিক চৌধুরী ও আবরার হোসেন চৌধুরী, কলামিষ্ট এম এ মালেক চৌধুরী, কানাইঘাট সরকারি কলেজের সহকারী অধ্যাপক আজাদ চৌধুরী প্রমুখ। ফাহিম আল ইসহাক চৌধুরী ট্রাস্ট এই দুই উপজেলার শিক্ষার প্রচার-প্রসারে কাজ করবে। শিক্ষার্থীদের মেধা বিকাশে বৃত্তিমূলক কার্যক্রম পরিচালনা করবে বলে জানান ট্রাস্টের দায়িত্বশীলরা। ফাহিম আল ইসহাক চৌধুরী শুধু শিক্ষা নয়, যে কোনো প্রাকৃতিক দূর্যোগে তিনি থাকেন সর্বাগ্রে। ২০২৪ সালের বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে তিনি অকাতরে অর্থায়ন করেন।

     

    পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে কাওয়ালী ও বিপ্লবী সংগীতানুষ্ঠানের একক ফাউন্ডার ছিলেন ফাহিম আল ইসহাক চৌধুরী। তাছাড়া বিগত বন্যাসহ সকল ক্ষেত্রে তিনি মানুষের পাশে থেকে দান ও সেবা করে যাচ্ছেন যা সর্বজনবিদিত ও সমাদৃত হয়েছে।

     

    অসংখ্য স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা, রাস্তা-ঘাট ও ব্রিজ-কালভার্ট নির্মাণে আর্থিক সহযোগিতা, কঠিন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের চিকিৎসা সহায়তা দান করে মানবতা কল্যাণে যেভাবে কাজ করে যাচ্ছেন তা অতি প্রশংসনীয়। তাঁর মতো মানবিক ও আবেগিক মহৎ চিন্তার মানুষ বর্তমান সময়ে বড়ই প্রয়োজন। সর্বোপরি সমাজসেবী ফাহিম আল ইসহাক চৌধুরী একজন নির্লোভ, নিরহংকারী ও সাদামনের মানুষ ।

    আরও খবর

    Sponsered content