হনুফা আক্তার তুনা, রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধিঃ ৪ নভেম্বর ২০২৪ , ৭:২৫:২৮ অনলাইন সংস্করণ
ঝালকাঠির রাজাপুরের বড় কৈবর্তখালি গ্রামের মৃত মুমিন উদ্দিন ফরাজির ছেলে আঃ জব্বার ফরাজির দখলীয় সম্পত্তির ৬৩ টি গাছ কেটে ৫০ হাজার টাকায় বিক্রির অভিযোগ পাওয়া গেছে।
রোববার দুপুরে এ ঘটনায় তিনি রাজাপুর থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ গিয়ে গাছ কাটা বন্ধ করে দেয়। থানায় দেয়া লিখিত অভিযোগে জানা গেছে, বড় কৈবর্তখালি গ্রামের মৃত মুমিন উদ্দিন ফরাজির ছেলে আব্দুল ওয়াহেদ ফরাজি, বনি আমিন, শাহিনসহ প্রতিপক্ষরা আঃ জব্বার ফরাজির রোপকৃত দখলীয় সম্পত্তির ৬৩ টি গাছ কেটে ৫০ হাজার টাকায় বিক্রির করে দেয়। বাধা দিতে গেলে ভয়ভীতি ও হুমকি দেয়।
আঃ জব্বার ফরাজির অভিযোগ ওই সম্পত্তি তার পৈত্রিক বাড়ি এখনও ভাগ হয়নি। তিনি ওই বাড়িতে না থাকার সুযোগে তার ভাই আব্দুল ওয়াহেদ ফরাজিসহ প্রতিপক্ষরা জোরপূবর্ক ছোট বড় মিলিয়ে মেহগনি, চাম্বুল ও রেন্ট্রিসহ বিভিন্ন প্রজাতির ৬৩ টি গাছ কেটে ৫০ হাজার টাকায় বিক্রির করে দেয় বলে অভিযোগ করেন তিনি। অভিযোগ অস্বীকার করে এ বিষয়ে আব্দুল ওয়াহেদ ফরাজি জানান, ওই গাছ তিনি রোপন করেছেন।
মেহগনি গাছের নিচে অন্য গাছ হয় না বিদায় কিছু গাছ ২০ হাজার টাকায় বিক্রি করে অন্য গাছ রোপন করবে। ২৩ কাঠার বাড়ি এখনও ভাগ হয়নি। রাজাপুর থানার এএসআই ইশতিয়াক ঘটনাস্থল পরিদর্শন করে গাছ কাটা বন্ধ করে উভয় পক্ষকে কাগজপত্র নিয়ে থানায় ডেকেছেন।