• সারাদেশ

    গাজীপুরে জাতীয় যুব দিবস পালিত

      মোহাম্মদ রাকিব হাসান, গাজীপুর প্রতিনিধি: ৪ নভেম্বর ২০২৪ , ৭:২৯:৪২ অনলাইন সংস্করণ

    দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর গাজীপুর এর আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৪ পালন করা হয়েছে।

     

    শুক্রবার (১ নভেম্বর) সকাল ১০টায় গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নাটমন্দিরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

     

    সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোতাছেম বিল্ল্যাহর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ ওয়াহিদ হোসেন, আরও বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রবিউল ইসলাম, গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ এমদাদুল ইসলাম মিঠুন, গাজীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ হারুন অর রশীদ খান প্রমুখ।

     

    সভায় বক্তারা বলেন, বাংলাদেশের সার্বিক উন্নয়ন ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে আমাদের যুব সমাজকে এ দেশের সার্বভৌমত্ব রক্ষা ও জনগণের অর্থনৈতিক মুক্তির জন্য এগিয়ে আসতে হবে। যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ গ্রহণ করে তা কাজে লাগিয়ে উদ্যোক্তা তৈরী হওয়া এবং দেশের সেবায় কাজ করে মানুষের সার্বিক কল্যাণ এবং অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে যুব সমাজকে এগিয়ে আসার আহবান জানান।

     

    আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থীদের মাঝে যুব ঋণের চেক, যাতায়াত ভাতা ও সনদপত্র বিতরণ করা হয়।

    আরও খবর

    দেশে করোনায় আরও ৩৭ মৃত্যু, আক্রান্ত ২৯৪৯

    খায়রুল হুদা চপল টানা দ্বিতীয়বারের মতো এফবিসিসিআই’র পরিচালক নির্বাচিত হলেন

    গাজীপুরে জেলা প্রশাসনের আয়োজনে দুইদিন ব্যাপী বিজ্ঞান মেলা উদ্বোধন

    পরীমনির সহযোগী চলচ্চিত্অভিনেতা ও রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার নজরুল ইসলাম রাজ। পুরোনো ছবিঅভিনেতা ও রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার নজরুল ইসলাম রাজ। পুরোনো ছবিঅভিনেতা ও রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার নজরুল ইসলাম রাজ। পুরোনো ছবিঅভিনেতা ও রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার নজরুল ইসলাম রাজ। পুরোনো ছবি রাজ আটক, বাসা থেকে মাদক উদ্ধার

    বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাবকারীরা রাষ্ট্রবিরোধী : নতুনধারা

    কোটা সংস্কারের দাবিতে রাজশাহী কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

    Sponsered content