ভাটি বাংলা ডেস্ক: ১১ নভেম্বর ২০২৪ , ১:৩৯:৫১ অনলাইন সংস্করণ
বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদসহ অন্যান্য হত্যা মামলার আসামিরা প্রশাসনের ছত্রছায়ায় আত্মগোপন করে আছে বলে এখনো তাদের গ্রেপ্তার করা হচ্ছে না বলে অভিযোগ তুলেছেন রংপুরের ছাত্র-জনতা।
এতে রংপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। সমাবেশে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুরের সমন্বয়ক ইমরান আহমেদ, নাহিদ হাসান খন্দকার, মোতাওয়াক্কীল বিল্লাহ শাহ ফকির, ইয়াসির আরাফাত, ইমতিয়াজ ইমতি, ডা. জামিল, সাজ্জাদ হোসেন প্রমুখ।
আসামিদের এখনো আইনের আওতায় না আনার বিষয়টি প্রমাণ করে তারা প্রশাসনের ছত্রছায়ায় আছে।
প্রশাসনের মাঝে ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের দোসরদের খুঁজে বের করে তাদেরও আইনের আওতায় আনার দাবি করা হয়। তারা আরও বলেন, আবু সাঈদ-মুগ্ধদের স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে বাংলার ছাত্র-জনতা জেগে আছে এবং থাকবে