• আন্তর্জাতিক

    হিজবুল্লাহর সফল অভিযান: ৭০ ইসরাইলি সেনা নিহত

      ভাটি বাংলা ডেস্ক: ২৪ অক্টোবর ২০২৪ , ৫:৪৯:৩৩ অনলাইন সংস্করণ

    হিজবুল্লাহর সামরিক বাহিনী দখলদার ইসরাইলি সেনাবাহিনীর বিরুদ্ধে দক্ষিণ লেবাননের সীমান্ত অঞ্চলে বেশ কয়েকটি সফল অভিযান পরিচালনা করেছে। 

    বুধবার (২৩ অক্টোবর) রাতে প্রকাশিত অভিযানের একটি সংক্ষিপ্ত প্রতিবেদন অনুযায়ী, এসব অভিযানে হিজবুল্লাহর মিসাইল, বিমান এবং আকাশ প্রতিরক্ষা বাহিনী ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে বড় ধরনের সাফল্য অর্জন করে এবং দখলদার বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটিয়েছে।

     

    হিজবুল্লাহর অভিযানের সারসংক্ষেপ অনুযায়ী, ইসরাইলি সেনাবাহিনীর ৭০ জনেরও বেশি সৈন্য নিহত এবং ৬০০ জন আহত হয়েছেন। 

     

    এছাড়া ২৮টি মেরকাভা ট্যাঙ্ক, ৪টি সামরিক বুলডোজার, একটি সাঁজোয়া যান, একটি ট্রুপ ক্যারিয়ার এবং ৩টি হার্মেস ৪৫০ ড্রোন এবং একটি হার্মেস ৯০০ ড্রোন ধ্বংস করা হয়েছে।

    তবে ইসরাইলি বাহিনীর এই ক্ষয়ক্ষতির পরিসংখ্যান তাদের সামরিক ঘাঁটি এবং উত্তর ফিলিস্তিন বা ইসরাইলের আরও ভেতরের অঞ্চলে অবস্থিত ইসরাইলি ঘাঁটিগুলোর ক্ষয়ক্ষতি অন্তর্ভুক্ত করে না। এগুলো কেবল দক্ষিণ লেবাননের সীমান্ত অঞ্চলে ঘটেছে।

    হিজবুল্লাহর অপারেশন বিভাগ জানিয়েছে, ৩ অক্টোবর থেকে শুরু হকরা স্থল অভিযানে ইসরাইলি বাহিনী লেবানন সীমান্তের কোনো গ্রামই পুরোপুরি দখলে নিতে পারেনি এবং তাদের দখলের প্রচেষ্টাগুলো বারবারই প্রতিহত করা হয়েছে।

    এদিকে বুধবার সন্ধ্যায় ইসরাইলি দখলদার বাহিনী বৈরুতে আল মায়াদিন চ্যানেলের একটি অফিসে বিমান হামলা চালায়। আক্রমণ শুরুর সময় চ্যানেলটি তার কর্মীদের নিরাপত্তার জন্য অফিস খালি করে ফেলেছিল।

    এ হামলার প্রতিক্রিয়ায় আল মায়াদিন ইসরাইলি দখলদার বাহিনীকে একটি সুপরিচিত গণমাধ্যমের ওপর হামলার জন্য দায়ী করেছে। চ্যানেলটি উল্লেখ করেছে যে, তারা চলমান সংঘাতের মধ্যে সত্য ও নিরপেক্ষ তথ্য সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ। সূত্র: আল-মায়াদিন

    আরও খবর

    Sponsered content