• সুনামগঞ্জ

    সুনামগঞ্জে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এস আহমদ

      ভাটি বাংলা ডেস্ক: ২৯ অক্টোবর ২০২৪ , ৯:১১:৪৭ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জে সংবর্ধিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুক্তরাজ্য শাখার তিনবারের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জননেতা কয়ছর এম আহমদ।

     

    মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে জেলা বিএনপির উদ্যোগে তাঁকে এই সংবর্ধনা প্রদান করা হয়।

     

    জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম নুরুলের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মিজানুর রহমান চৌধুরী মিজান,যুক্তরাজ্যস্থ স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো.আবুল হোসেন,জেলা বিএনপির সহ-সভাপতি এ,লতিফ জেপি,এডভোকেট মল্লিক মইন উদ্দিন সোহেল,নাদীর আহমদ,আব্দুল মোতালেব খান,ফারুক আহমদ,আনসার উদ্দিন,আকবর আলী, সেলিম উদ্দিন আহমদ,এডভোকেট মাসুক আলম,শামসুল আলম নম,এডভোকেট জিয়াউর রহিম শাহীন,আতম মিসবাহ, রেজাউল হক,আবুল মনসুর মোঃ শওকত,এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাভেল,জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট শেরেনুর আলী,জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারন সম্পাদক এডভোকেট আব্দুল হক,জেলা মহিলা দলের সভানেত্রী লুৎফা আনোয়ার,কৃষক দলের আহবায়ক আনিসুল হক,জাসাসের সাধারণ সম্পাদক মুনাজ্জির হোসেন সুজন,জেলা যুবদলের সাধারণ সম্পাদক এডভোকেট কয়েছ আহমদ,স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো.ইকবাল হোসেন,জেলা ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক তারেক রহমানসহ বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ।

     

    সভায় সংবর্ধিত প্রধান অতিথির বক্তব্যে জাতীয়তাবাদী দল বিএনপির যুক্তরাজ্য শাখার তিনবারের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জননেতা কয়ছর এম আহমদ বলেন,বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান জননেতা তারেক রহমানের দিক নির্দেশনা ও সুযোগ্য নেতৃত্বেই ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে জালিম স্বৈরাচারীনি শেখ হাসিনার পতন হয়েছে। ছাত্র জনতার আন্দোলন এখনও শেষ হয়ে যায়নি।

    যতক্ষন পর্যন্ত ব্যালট ভোটে জনতার রায়ে জনগনের সরকার প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে আছি এবং থাকবো।

    তিনি বলেন,বিগত ফ্যাসিস্ট সরকার শুধু আমাদেরকে দেশত্যাগে বাধ্য করেনি। জেল জুলুম হুলিয়া দিয়ে আমাদের পরিবারবর্গের উপরেও অত্যাচার-নির্যাতনের ষ্টিমরোলার চালিয়েছিল। ছাত্র-জনতার হাত ধরে যে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে তা ধরে রাখতে পরবর্তী করনীয় এবং দলকে নতুন করে ঢেলে সাজাতে এবং মাঠপর্যায়ের নেতাকর্মীদেরকে উজ্জীবিত করতে আমরা স্বদেশ প্রত্যাবর্তন করেছি।

    অচিরেই বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান জননেতা তারেক রহমানও দেশে ফিরবেন। দলীয় নেতাকর্মীদের আরও সহনশীল হয়ে কাজ করার আহবান জানান তিনি।

    বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ড বিএনপি নেতা মো. ইসলাম উদ্দীন খান এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন,জননেতা দেশ নায়ক তারেক জিয়ার প্রিয় ও বিশ্বস্থ যুক্তরাজ্য বিএনপির ৩ বারের সফল সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জননেতা কয়ছর এম আহমেদ।

    দীর্ঘ এক যুগ পর তিনি ৮৫ জন প্রবাসী নেতাকে নিয়ে দেশে ফিরেছেন। তাঁর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুজাতুর রেজা, যুক্তরাজ্যস্থ স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন,বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ড বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আং খালিক, সাবেক সহ সভাপতি জালাল উদ্দিন ,সাবেক সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান,সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আং কবির, স্বেচ্ছা সেবক দলের সভাপতি রফু মিয়া,সিটি যুবদলের সভাপতি খয়ছর আলী শাহীন,বিত্রনপি নেতা ইমরান আহমেদ,সাজু আহমেদ এবং যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি আং রউফ,সহ সাধারণ সম্পাদক বাবুল চৌধুরী ও লন্ডন সিটি বিএনপির সভাপতি বাদল মিয়া প্রমুখ।

    আরও খবর

    Sponsered content