কুলেন্দু শেখর দাস, সুনামগঞ্জ প্রতিনিধি: ৩ অক্টোবর ২০২৪ , ৬:৩৮:০১ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ সদর উপজেলার লালপুর মুজিব পল্লীতে সন্তানকে প্রতিবন্ধী কার্ড দেয়ার প্রলোভন দেখিয়ে এক গৃহবধুকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে গৌরারং ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মমিন মিয়ার বিরুদ্ধে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় সুনামগঞ্জ শহরের পৌরবিপনীতে সংবাদপত্রের অফিসে এক সংবাদ সম্মেলন করেছেন করেছেন নির্যাতিত মহিলা ও তার স্বজনরা। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৬ সেপ্টেম্বর ৩টার সময় আমার প্রতিবেশী আব্দুর রহিম ও তার স্ত্রী খুদেজা আমার প্রতিবন্ধী ছেলেকে প্রতিবন্ধী কার্ড দেয়ার কথা বলে তাদের ঘরে যেতে বলেন, আমি সরল বিশ^াসে তাদের ঘরে যাই। বাসায় গিয়ে দেখতে পাই গৌরারং ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য মমিন মিয়াকে।
এ সময় মমিন আমাকে ঝাপটে ধরে কাপড় দিয়ে মুখে চাপা দিয়ে আমার ইচ্ছার বিরুদ্ধে জোরপুর্বক ধর্ষন করে। তিনি আরও বলেন, এ বিষয়ে সুনামগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছি। আমি একজন নিরীহ ও অসহায় মানুষ। ন্যায় বিচার পাওয়ার আশায় আপনাদের কাছে এসেছি। ঘটনাটি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ধর্ষনকারী মুমিন মিয়াকে দ্রæত গ্রেপ্তার করে কঠোর শাস্তি প্রদানের জন্য সরকার ও পুলিশ সুপারের নিকট দাবী জানান।
সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন নির্যাতিতা নারীর স্বামী দিনমুজুর কাওসার আলম ও মা মাহমুদা খাতুন প্রমুখ।
এ ব্যাপারে অভিযুক্ত গৌরারং ইউপি সদস্য মোঃ মমিন মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,একটি পক্ষ নদীতে অবৈধভাবে বালু চোরাই করে নিয়ে যাওয়ার ঘটনার প্রতিবাদ করায় ঐ নারীকে দিয়ে আমাকে ফাসাঁনোর জন্য এমন চক্রান্ত করা হয়েছে।
তিনি বলেন ঐ নারী ডিএন এ ট্রেষ্ট করুক আমি দোষী হলে আমার বিচার হবে এটাই স্বাভাবিক।