• সিলেট

    সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

      ভাটি বাংলা ডেস্ক: ২২ অক্টোবর ২০২৪ , ২:৫৬:০০ অনলাইন সংস্করণ

    সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিলেট-তামাবিল সড়কে দু’জন ও সন্ধ্যা ৭টার দিকে একই সড়কের দাসপাড়া মামার দোকানের সামনে এক নারী নিহত হয়েছে।

    নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন আখতারুন্নেসা বেগম (৬৫)। তিনি দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারের কুড়ারিয়ার সিলাম এলাকার মৃত জমির আলীর স্ত্রী।

    সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

    স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিলেট-তামাবিল সড়কের মেজরটিলা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে অটোরিকশা ধাক্কা দেয়। এ সময় কয়েকজন আহত হলে তাদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।

    অন্যদিকে সন্ধ্যা ৭টার দিকে সিলেট-তামাবিল সড়কের দাসপাড়া মামার দোকানের সামনে রাস্তা পার হতে গিয়ে ট্রাকচাপায় আখতারুন্নেসা নিহত হয়েছেন।

    পুলিশ জানিয়েছে, মেয়ের বাড়িতে বেড়াতে যান আখতারুন্নেসা। পরে বাড়ি ফেরার সময় রাস্তা পার হতে গিয়ে ট্রাকচাপায় ঘটনাস্থলেই মারা যান ওই নারী। নিহত ওই নারীর লাশ উদ্ধার করা হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    সিলেটে ৩ আসনের উপ নির্বাচনের প্রতীক বরাদ্দ পেলেন চার প্রার্থী

    শান্তিগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন সম্পন্ন: সভাপতি রিপন, সম্পাদক জিলানী

    জগন্নাথপুরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে জেলা প্রশাসক এর মতবিনিময় সভা

    পরীমনির সহযোগী চলচ্চিত্অভিনেতা ও রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার নজরুল ইসলাম রাজ। পুরোনো ছবিঅভিনেতা ও রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার নজরুল ইসলাম রাজ। পুরোনো ছবিঅভিনেতা ও রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার নজরুল ইসলাম রাজ। পুরোনো ছবিঅভিনেতা ও রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার নজরুল ইসলাম রাজ। পুরোনো ছবি রাজ আটক, বাসা থেকে মাদক উদ্ধার

    সাঁড়াশি অভিযান শুরু: তালিকায় ১৫ হাজার অবৈধ অস্ত্রধারীর নাম

    দিরাই’র কুলঞ্জে ৫নং ওয়ার্ড সদস্য আসাদের অনিয়মের বিরুদ্ধে বরইতিয়র গ্রামবাসীর অভিযোগ