• সিলেট

    সিকৃবিতে গভীর রাতে সংঘর্ষে রণক্ষেত্র : ছাত্রদলের কমিটি বাতিল

      ভাটি বাংলা ডেস্ক: ২৫ অক্টোবর ২০২৪ , ১:১৩:৪৯ অনলাইন সংস্করণ

    ব্যানার ছেঁড়ার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার দিবাগত রাত গভীরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের ঘণ্টাব্যাপী সংঘর্ষে ক্যাম্পাস রণক্ষেত্রে পরিণত হয়েছে।

     

    সংঘর্ষে উভয় পক্ষে ২৫/৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। সংঘর্ষের পর পরই কেন্দ্রীয় সংগঠন সিকৃবি শাখা ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিল করেছে।

    এ সংঘর্ষের খবরের পরপরই সিকৃবির কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রদল।

     

    রাত ২টার পর দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হলো।

     

    শীঘ্রই এই ইউনিটির নতুন কমিটি ঘোষণা করা হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

    আরও খবর

    Sponsered content