• জাতীয়

    সাংবাদিকদের সাথে দাসসুলভ আচরণ করার সুযোগ নেই- উপদেষ্টা নাহিদ

      ভাটি বাংলা ডেস্ক: ৮ অক্টোবর ২০২৪ , ২:৪৫:৪২ অনলাইন সংস্করণ

    দেশে সাংবাদিকতায় পেশাদারিত্বের চর্চা অনুপস্থিত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।

    সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে ‘সংবাদ মাধ্যমের সংস্কার’ নিয়ে মুক্ত আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

    তথ্য উপদেষ্টা বলেন, ‘সাংবাদিকতায় পেশাদারিত্বের চর্চা আমাদের দেশে অনুপস্থিত। মিডিয়া লিটারেছি আমাদের মধ্যে গড়ে ওঠেনি।

    সাংবাদিকতার বিষয়টি নিয়ে আমার খুব অল্প সময়ের অভিজ্ঞতা। দায়িত্বের অভিজ্ঞতায় যতটুকু বুঝেছি, এটি আসলে খুবই জটিল একটি বিষয়। এখানে নানামুখী স্টেক হোল্ডার থাকে, অনেক পরস্পর বিরোধী পক্ষ রয়েছে। যাদের একসঙ্গে মিলিয়ে আমাদের কাজ করতে হবে।’

    সাংবাদিকতাকে বেড়াজালে আবদ্ধ রাখার চেষ্টা থাকে উল্লেখ করে তিনি বলেন, ‘রাষ্ট্রের পক্ষ থেকে অনেক ধরনের আইন-কানুন, বাধা-নিষেধ ও নীতিমালা থাকে।

    সাংবাদিকতাকে এক ধরনের বেড়াজালে আবদ্ধ রাখার চেষ্টা থাকে। অর্থনৈতিকভাবে সাংবাদিকতাকে নানাভাবে বাধা প্রদান করা হয়।’

    তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘যখন ওয়েজবোর্ডের কথা আসে, তখন সম্পাদক ও মালিকরা এটি নিয়ে এক ধরনের বিরোধিতা করেন।

    বিভিন্ন সময় শোনা যায় হাউজগুলোতে ঠিকমতো বেতন পরিশোধ করা হচ্ছে না।

    এই ধরনের ঘটনা খুবই কমন, যতটুকু আমি বুঝতে পারছি ও শুনতে পারছি। সে ক্ষেত্রে এই বেতনের বিষয়টি সুরাহ হওয়া উচিত।’

    সাংবাদিকতায় পেশাদারিত্ব রক্ষার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘সাংবাদিকতা যদি পেশা হয়, তাহলে পেশাদারিত্ব রক্ষা করতে হলে সেই মর্যাদা দিতে হবে।

    এখানে দাসসুলভ আচরণ করার সুযোগ নেই।’

    আরও খবর

    Sponsered content