হনুফা আক্তার তুনা, রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধিঃ ৮ অক্টোবর ২০২৪ , ১:৫৩:০৩ অনলাইন সংস্করণ
সোমবার ৭ অক্টোবর ঝালকাঠি রাজাপুর ও কাঠালিয়া মধ্যবর্তী স্থানে গাজীরহাট বাজারের বেদোরিয়া খালের উপরে স্টিল ব্রিজের গ্যাস সিলিন্ডার বাহি একটি ট্রাক ব্রিজের ডালে চাকা ডেবে যায়।
এতে রাজাপুর ও কাঠালিয়ার ব্রিজের দুই পাড়ে রাস্তার পাশে গাড়ি দাড়িয়ে থাকতে দেখা যায় । এতে করে জনগণের চলাফেরায় অনেক দুর্ভোগ দেখা দেয়।
সেখানে স্থানীয় লোকদের মতে জানা যায় যে দীর্ঘদিন ধরে এই ব্রীজে কোন না কোন দুর্ঘটনা হচ্ছে।
তারা এই ব্রিজ নিয়ে স্থানীয় জনপ্রশাসনের সাথে যোগাযোগ করেও কোন ফল পায়নি।