হনুফা আক্তার তুনা রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধিঃ ৬ অক্টোবর ২০২৪ , ৮:১০:৩৫ অনলাইন সংস্করণ
ঝালকাঠির রাজাপুরের ৬২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারিরা সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে রোববার দুপুর আড়াইটায় স্কুল ছুটি দিয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রায় সময়ই দেরি করে স্কুল আসা এবং দুপুরের পর স্কুল ছুটি দিয়ে শিক্ষক কর্মচারিরা চলে যায় বলে স্থানীয় একাধিক ব্যক্তিরা অভিযোগ করেছেন।
রোববার সোয়া ৩ টার দিকে সরেজমিনে গিয়ে ওই স্কুল বন্ধ দেখা যায় এবং সোয়া ৪ টা পর্যন্ত স্কুলের ক্লাস চলার নিয়ম থাকলেও সেই নিয়মকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে স্কুল আড়াইটার দিকে স্কুল বন্ধ করে শিক্ষক-কর্মচারিরা চলে যায়।
এমনকি জাতীয় পতাকাও উড়তে দেখা যায়নি। ওই স্কুলের নতুন নতুন ভবন নির্মানের কাজে থাকা একাধিক শ্রমিক ও একাধিক স্থানীয়রা জানান, স্কুলের শিক্ষকরা দুপুর ২ টা আড়াইটার দিকে শিক্ষার্থীদের ছুটি দিয়ে স্কুল বন্ধ করে চলে গেছে। প্রায় সময়ই বিলম্ব করে স্কুলে আসে এবং দুপুরের পর ছুটি দিয়ে চলে যায়। অভিযোগের বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শারমিন আক্তার মুক্তা বলেন, ব্যক্তিগত কাজের জন্য এটিওকে ইনফর্ম করে পৌনে ৩ টার দিকে স্কুল থেকে চলে আসছি। বাকিটা অন্য শিক্ষকরা বলতে পারবে।
সহকারি শিক্ষক সাইফুল ইসলাম রানা বলেন, সম্ভবত নামাজে গেছিলাম একারনে বন্ধ ছিল, স্কুল যথা নিয়মেই চলে। ২ টা আড়াইটায় স্কুল ছুটি দেয়ার অভিযোগ সম্পর্ণ ভুল। রাজাপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আক্তার হোসেন বলেন, স্কুল বন্ধের বিষয়ে তথ্য পেয়েছি, ব্যবস্থা নিতেছি। এটিওকে বলেছি বিষয়টি দেখতে, শোকজ করা হয়েছে। এরপর ব্যবস্থা নেয়া হবে।