হনুফা আক্তার তুনা, রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধিঃ ২৩ অক্টোবর ২০২৪ , ৩:৩১:০৮ অনলাইন সংস্করণ
ঝালকাঠির রাজাপুরের গালুয়া বাজারে দোকান ও সীমানা পিলার নির্মানে বাধা ও মারধরে নারীসহ ৩ জন আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় ওই এলাকার মৃত আব্দুল কাদের হাওলাদারের ছেলে ভুক্তভোগী করিব হাওলাদার রাজাপুর থানায় অভিযোগ দিয়েছে।
সোমাবার সকালে সরেজমিনে গেলে করিব হাওলাদার অভিযোগ করে জানান, তার দখলীয় জমিতে দোকান ঘর ও সীমানা পিলার করার কাজ করার সময় ১৭ অক্টোবর সকালে বিবাদীরা বাধা প্রদান করে এবং এক পাশের সীমানা পিলার ভেঙ্গে ফেলে প্রতিবাদ করতে গেলে কামাল ও সামিমসহ প্রতিপক্ষরা লাঠি সোটা ও দেশীয় অস্ত্র দিয়ে তাদের মারধর করে এতে কবির, তার স্ত্রী হাসিনুর বেগম ও ছেলে নূরনবী আহত হয়।
অভিযুক্ত কামাল জানান, বাধা দেয়া বা মারা হয়নি, ভাই বোনদের মধ্যের বিষয়। সীমানা নির্ধারন করে বিষয়টি নিজেরাই সমাধান করা হবে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।