ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় রয়েল ক্যাফ হলরুমে ২৪ অক্টোবর ২০২৪ তারিখ রোজ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাজাপুর ইয়ুথ পিস এম্বাসেডর (ওয়াই পি এ জি) গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।
পিএফজির কো-অর্ডিনেটর ও উন্নয়ন সংগঠন সাইডোর নির্বাহী পরিচালক সৈয়দ হোসাইন আহমেদ কামাল এর সঞ্চালনায় পিএফজি সদস্য ও উপজেলা যুবদল আহবায়ক মাসুম বিল্লাহ পারভেজ এর সভাপাতিত্বে সভায় উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি এবং পিএফজি এম্বাসেডর কামরুল ইসলাম দুলাল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আসাদ্দুজামান পনির, আবুল হাসান, সাংবাদিক আলমগীর শরীফ, উপজেলা ছাত্রদল সদস্য গোলাম রব্বানী, হাসিব মাহমুদ, রাকিব, আশিক, গালুয়া ইউপি ছাত্রদল সাধারণ সম্পাদক মো: সিরাজুল ইসলাম কালু, ইসলামী ছাত্র আন্দোলনের সদস্য মো: রফিকুল ইসলাম, জাতীয় ছাত্র সমাজ উপজেলা শাখার প্রচার সম্পাদক সাইফুল ইসলাম সাব্বির বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের ছাত্রী সানজিদা।
সভায় ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপ গঠনের লক্ষ্য, উদ্দেশ্য এবং গঠনতন্ত্রের নিয়ম নিয়ে আলোচনা করেন এমআইপিএস প্রকল্পের ফিল্ড কোঅর্ডিনেটর জনাব রেজবিউল কবির।
ইয়ুথ পিস এম্বাসেডর (ওয়াই পি এ জি) পূণর্গঠন বিষয়ক সভায় , ছাত্রদল, ইসলামী ছাত্র আন্দোলন, জাতীয় ছাত্র সমাজ এবং বিভিন্ন সংগঠনের সদস্য, শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের ১৮ জন ছাত্র/ছাত্রী উপস্থিত ছিলেন।
শান্তি স্থাপন ও সহিংসতা নিরসনে অঙ্গিকারবদ্ধভাবে কাজ করার জন্য মত প্রকাশের মাধ্যমে সকলে শপথ গ্রহণ করেন।
এছাড়াও উক্ত সভায় রাজনৈতি, ধর্মিয় ও জাতিগত সহিংসতা নিরসনে দল মত নির্বিশেষে ওয়াইপিএজি কমিটির মাধ্যমে সকল জনগণকে সাথে নিয়ে আগামিতে কাজ করার কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।