• সারাদেশ

    রাজাপুরে ইউনিয়ন পরিষদের সীমানা প্রাচীর ভাঙার অভিযোগ, স্থানীয়দের মাঝে ক্ষোভ

      হনুফা আক্তার তুনা, রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধিঃ ২৩ অক্টোবর ২০২৪ , ৩:৩৫:২৩ অনলাইন সংস্করণ

    ঝালকাঠির রাজাপুরের গালুয়া ইউনিয়ন পরিষদের দক্ষিণ পাশের সীমানা প্রাচীর ভাঙার অভিযোগ পাওয়া গেছে।

     

    সোমবার সকালে খরব পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান।

     

    অভিযক্তর নাম মো. মাসুদুল হক এনাম। সে উপজেলার গলুয়াদুর্গাপুর এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

    স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, গালুয়া ইউনিয়ন পরিষদের সাথে মাসুদুর রহমান এনামের হোমিওপ্যাথিকর ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

    ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটি বিকল্প রাস্তা বের করতে গত শনিবার বিকালে লেবার দিয়ে পরিষদের সীমানা প্রাচীর ভাঙে ফেলে মাসুদুল হক। এতে এলাকা জুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

     

    এ ব্যাপারে মো. মাসুদল হক এনাম জানায়, ‘এটা আমার জায়গা। তৎকালীন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন জোড় করে দেয়াল নির্মাণ করেছিল।

     

    এখন আমার প্রয়োজনে তা আবার ভেঙে ফেলছি।’ এ ব্যাপারে ৪নং গালুয়া ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান মো.আমিনুল ইসলাম জানান, ‘ইউএনও স্যারের নির্দেশে সোমবার থানায় লিখিত অভিযোগ দেয়া হয়।’

    উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহুল চন্দ বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। হনুফা আক্তার তুনা রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি ২১ অক্টোবর “২০২৪

    আরও খবর

    Sponsered content