• সুনামগঞ্জ

    ভেদাভেদ ভুলে সবাই ঐক্যবদ্ধ হয়ে দলের কাজ করুন-কামরুল

      তাহিরপুর প্রতিনিধি ১৮ অক্টোবর ২০২৪ , ১০:০২:১২ অনলাইন সংস্করণ

    তাহিরপুর উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল।তিনি বলেন, তৃণমূল নেতৃবৃন্দ যারা আছেন আপনারা ভেদাভেদ ভুলে গিয়ে সবাই ঐক্যবদ্ধ হয়ে দলের কাজ করুন। আপনারা ঐক্যবদ্ধ ভাবে দলের কাজ করলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের বিজয় নিশ্চিত।

    শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপি’র সভাপতি গুলেনুর মিয়া’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীম আহমদ’র সঞ্চালনায় কর্মী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জুনাব আলী, সহ দপ্তর সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল, ধর্ম বিষয়ক সম্পাদক রায়হান উদ্দিন সেলিম, শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আহমদ মুরাদ, তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জি, সাংবাদিক বাবরুল হাসান বাবলু, বালিজুরি ইউনিয়ন বিএনপি’র সভাপতি সাখাওয়াত হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুজাম্মিল হক নাসরুম, উপজেলা ছাত্রদল আহ্বায়ক আবুল হাসান রাসেল প্রমুখ।

    আরও খবর

    Sponsered content