• আন্তর্জাতিক

    প্রাণভয়ে বাংকারে আশ্রয় নিল ইসরাইলি নিরাপত্তা মন্ত্রিসভা

      ভাটি বাংলা ডেস্ক: ২ অক্টোবর ২০২৪ , ৪:৫০:২৪ অনলাইন সংস্করণ

    ইরানের নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলার মুখে প্রাণভয়ে দখলদার ইসরাইলি নিরাপত্তা মন্ত্রিসভা জরুরি বাংকারে আশ্রয় নিয়েছে।

    ইসরাইলি একটি সূত্রের বরাতে সিএনএন এ খবর জানিয়েছে।

    স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। দুশো ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে কয়েকটি ঠেকাতে সক্ষম হয় ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

    সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন পোস্ট বলা হয়েছে, মঙ্গলবার ইরানের আকাশ আলোকিত হয়ে ওঠে। তাবরিজ, খাসান ও তেহরানের উপকণ্ঠ থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।

    এদিকে জাতিসংঘে ইরানের স্থায়ী মিশনের পক্ষ থেকে বলা হয়, ইসরাইলকে তেহরানের সমুচিত জবাব দেওয়া হয়ে গেছে।

    এক্সে দেওয়া বার্তায় বলা হয়, সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতি ইরানের আইনি, যুক্তিসংগত ও বৈধ প্রতিক্রিয়া জানানো হয়েছে।

    জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন আরও বলেছে, ইসরাইল যদি এর জবাব দেওয়া সাহস দেখায় বা নৃশংসতার আরও কাজ করে তবে পরবর্তী সময়ে আরও কঠিন প্রতিক্রিয়া দেখানো হবে।

    এ হামলা থেকে আঞ্চলিক রাষ্ট্রগুলো ও ইসরাইল–সমর্থকদের দূরে থাকতে বলেছে ইরান।

    0Shares

    আরও খবর

    Sponsered content