• সুনামগঞ্জ

    দিরাইয়ে ৭০ লিটার মদ সহ ২ মাদক ব্যবসায়ী আটক

      মোঃ বদরুজ্জামান বদরুল বিশেষ প্রতিনিধি ২৩ অক্টোবর ২০২৪ , ৯:৩৫:১৯ অনলাইন সংস্করণ

    সুনামগন্জের দিরাই থানার পুলিশের এক অভিযানে ৭০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়েছে।

     

    অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

     

    মঙ্গলবার গভীর রাতে দিরাই থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পুলিশের একটি দল উপজলার ভাটিপাড়া ইউনিয়নের দত্তগ্রাম এর নকুল চন্দ্র দাসের রান্না ঘর থেকে এ মদ উদ্ধার করে।

    আটককৃতরা হলো নকুল চন্দ্র দাস (৪২) ও ইন্দ্র সেন দাস (৪৫)।

     

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং তাদেরকে আদালতে সোপর্দ করা হবে বলে জানায় পুলিশ ।

     

    পুলিশ জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের অভিযান চলমান থাকবে।

    0Shares

    আরও খবর

    Sponsered content