• সুনামগঞ্জ

    দিরাইয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

      আহমদ মুসাঃ  ৪ অক্টোবর ২০২৪ , ১০:০১:২১ অনলাইন সংস্করণ

    কবর তুমি অপেক্ষ মান আমায় নিতে কুলে, এই দুনিয়ার মিছে মায়ায় তোমায় গেছি ভুলে – গত ২৬ সেপ্টেম্বর ২০২৪ সালে মৃত্যুর মাত্র ১ সপ্তাহ আগে এই কনিতাটি লিখেছিলেন গ্রামের চেনাজানা মানুষের হাতেই নির্মম ভাবে খুন হওয়া মোঃ ময়নুল হক।

    আজ জুম্মার নামাজের পর সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের মাতারগাঁও গ্রামে পূর্ব বিরোধের জেরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে মোঃ ময়নুল হক (৪৫) গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন।

     


    গ্রামের দাড়াই মিয়া গ্রুপ ও শফিউল গ্রুপের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত নায়মুল হক দাড়াই মিয়ার পক্ষের বলে জানা গেছে।


     

    খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্য ঘটনাস্থলে পৌঁছেছে।

    দিরাই থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে নিহত ব্যক্তি গুলিবিদ্ধ কি না তা ডাক্তার বলতে পারবেন বলে তিনি জানান।

    তবে ময়নুল হকের মৃত দেহ নৌকা করে দিরাই নিয়ে আসার সময় ধারণকৃত একটি ভিডিওতে এক স্বজনকে বলতে শুনা যায় – আমার ভাইকে গুলি করে মেরে পেলে গেল এবং সাথে থাকা অপর একজন মরদেহের পড়নের গেঞ্জির বুকের অংশ সড়িয়ে দেখাতে দেখা যায়, এতে ধারণা করা হচ্ছে অবৈধ অগ্নেয়াস্ত্র ব্যবহার করেই হত্যা করা হয়েছে।

    নিহত মোঃ নয়মুল হক এর লেখা কবিতা

    এব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক একজন সমাজকর্মী বলেন বৈধ আগ্নেয়াস্ত্র সরকারি নির্দেশে  জমা দেওয়ার সুযোগ নিয়ে একদল খারাপ লোক গ্রামে গ্রামে খুন-খারাপি করে বেড়াচ্ছে।

    হয়তো অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে নতুবা বৈধ অস্ত্র ফিরিয়ে দিতে হবে এতে করে কিছুটা ভারসাম্য রক্ষা হবে।

    আরও খবর

    Sponsered content