ভাটি বাংলা ডেস্ক: ১৬ অক্টোবর ২০২৪ , ২:৩০:১৯ অনলাইন সংস্করণ
ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত উপ পুলিশ কমিশনার শাহেন শাহকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
তিনি ডিবি রমনা বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।
বিতর্কিত এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।
এছাড়াও শাহেনশাহ’র বিরুদ্ধে উচ্চ আদালতে আইনজীবীদের লাঞ্ছিত ও সাংবাদিকদের মারধরের অভিযোগ রয়েছে।
শাহবাগ ও প্রেসক্লাব কেন্দ্রিক আন্দোলন ও বিক্ষোভে তার বিরুদ্ধে বেআইনি বল প্রয়োগের অভিযোগ রয়েছে। নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় তিনি আসামি।