• সভা/সেমিনার

    ঝালকাঠিতে জাতীয় ইঁদুর দমন অভিযানের উদ্বোধন

      হনুফা আক্তার তুনা, রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধিঃ ২৫ অক্টোবর ২০২৪ , ৫:৩৫:৪৩ অনলাইন সংস্করণ

    ‘‘ছাত্র শিক্ষক কৃষক ভাই, ইঁদুর দমনে সহযোগীতা চাই’’ এই স্লোগানকে সামনে রেখে ঝালকাঠিতে মাসব্যাপী জাতীয় ইঁদুর দমন অভিযানের উদ্বোধন করা হয়েছে।

     

    জেলা প্রশাসক আশরাফুর রহমান প্রধান এ কর্মসূচির উদ্বোধন করেন। বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইঁদুর দমন অভিযান উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

     

    সভায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অশোক কুমার, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাক্তার আসাদুজ্জামান ও প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমানসহ আরো অনেকে। সভায় জানানো হয়, ইঁদুর ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি করে থাকে।

     

    ধানসহ ফসল ও বেড়িবাধঁ রক্ষায় ১৯৮৩ সাল থেকে বিশেষ কর্মসূচি হিসেবে ইঁদুর দমন অভিযান পরিচালনা করা হচ্ছে। গত বছর জাতীয় ইঁদুর দমন অভিযানে বিশেষ ভূমিকা

     

    রাখায় স্থানীয় কৃষক মো. কবির হোসেনকে ক্রেস্ট ও সনদ তুলে দেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি কর্মকর্তাগণ, কৃষক-কৃষাণি ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

    আরও খবর

    Sponsered content