• সারাদেশ

    গাজীপুরে দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনে বিএনপির নেতৃবৃন্দরা

      মো. রাকিব হোসেন, গাজীপুর প্রতিনিধি: ১৩ অক্টোবর ২০২৪ , ৮:০৫:২৭ অনলাইন সংস্করণ

    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গাজীপুর মহানগর বিএনপির নেতৃবৃন্দ শুক্রবার রাত্রে নগরীর শ্রী শ্রী কৃপাময়ী কালীমন্দির ও গাজীপুর মহানগরীর শিববাড়ি এলাকায় শ্রী শ্রী ইন্দেশ্বরী শিব মন্দিরে পূজা মন্ডপ পরিদর্শন করে মন্দিরে আগত উপস্থিত সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।

     

    এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি আ ক ম মোফাজ্জল হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক হান্নান মিয়া হান্নু, সদর মেট্রো থানা বিএনপির সাবেক সহ সভাপতি হাসান আজমল ভূঁইয়া, সদর মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টুটুল, মহানগর শ্রমীকদলের সাবেক সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম, মহানগর পূজা উৎযাপন কমিটি সভাপতি অনুরুন কুমার সাহা, সাধারণ সম্পাদক নারায়ন কুমার দাস, কেন্দ্রীয় কৃপাময়ী কালী মন্দির কমিটির সদস্য সচিব বাপ্পি দে প্রমুখ।

     

    এ সময় বক্তারা বলেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন-ধর্ম যার যার দেশ সবার-ধর্ম যার যার নিরাপত্তা পাবার অধিকার সবার।

     

    তাই অতীতের ন্যায় এবারো শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে নির্ভয়ে উদযাপন করবেন। বিএনপি আপনাদের পাশে ছিলো, আছে এবং ভবিষ্যতেও থাকবে।

    আরও খবর

    Sponsered content