ভাটি বাংলা ডেস্ক: ২৬ অক্টোবর ২০২৪ , ৪:৪৩:০৪ অনলাইন সংস্করণ
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ বলেছেন, ছাত্রলীগ বা আওয়ামী লীগের ব্রেন ওয়াশড।
আদর্শবিচ্যুত লুটেরা, খুনি, হত্যা, গুম নির্যাতনকারীদের প্রতি আমার অনুরোধ থাকবে নিজের বিবেক জাগিয়ে আত্মোপলব্ধি ও আত্মসমালোচনার মাধ্যমে অনুশোচনা করার জন্য।
বৃহস্পতিবার ফেসবুকে এক পোস্টে তিনি এ কথা বলেন। ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করার পরিপ্রেক্ষিতে ফেসবুকে তিনি এ পোস্ট করেন।
সোহেল তাজ বলেন, নিয়তির কি নির্মম পরিহাস! যে ছাত্র সংগঠন ভাষা আন্দোলন, ছয় দফা, স্বাধীনতা সংগ্রাম এবং আমাদের মহান মুক্তিযুদ্ধসহ বাংলার মানুষের সব লড়াই সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখেছিল সেই ছাত্রলীগ তারই অপকর্মের জন্য নিষিদ্ধ হলো।
তিনি বলেন, নিষেধাজ্ঞা জারির পর ছাত্রলীগের একটা বিবৃতি পড়ে আমি খুবই বিচলিত হলাম, যেখানে তারা বলছে তাদের অতীত ভূমিকার কথা। ভাষা আন্দোলন, ছয় দফাসহ স্বাধীনতা সংগ্রামে তাদের অবদানের কথা বলছে নির্লজ্জের মত।
আমি ওনাদের বলব আপনারা এসব কথা বলা থেকে দয়া করে বিরত থাকুন। কারণ, আপনারাই ছাত্রলীগকে গত ১৫ বছরে একটি সন্ত্রাসী বাহিনীতে পরিণত করেছেন।
ছাত্র-জনতার অভ্যুত্থানে জনগণের সঙ্গে না থেকে এ সংগঠন ব্যবহার করা হয়েছে হিংস্রভাবে মানুষ হত্যা এবং নির্যাতনের হাতিয়ার হিসেবে। এ দায় কোনোভাবেই এড়ানো যাবে না।
তাই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মহান মুক্তিযুদ্ধের ইতিহাস টেনে এ জাতির গর্বের স্থানগুলো বিতর্কিত করার অধিকার আপনাদের নেই।