স্টাফ রিপোর্টারঃ ২৪ সেপ্টেম্বর ২০২৪ , ১:৪৩:২৮ অনলাইন সংস্করণ
সিলেট সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও মানবাধিকার কর্মী নজরুল ইসলাম শিপারকে মিথ্যা মামলায় গ্রেফতারের অভিযোগ উঠেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল (২৩ সেপ্টেম্বর ২৪, সোমবার) বিকাল সাড়ে ৩টার দিকে নগরীর সুবিধবাজার এলাকা থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) তাকে গ্রেফতার করে। গ্রেফতারের বিষয়টি গণমাধ্যকে নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এসএসপি মো. মশিহুর রহমান সোহেল।
ছাত্রজনতার প্রবল আন্দোলনে স্বোইরাচারী শেখ হাসিনা সরকার পতনের আগের দিন সিলেট মহানগরের নয়সাড়কে নাশকতা সৃষ্টির অভিযোগে ও বিস্ফোরক দ্রব্যসহ বিভিন্ন আইনে দায়েরকৃত মামলার ৪৩ নং আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা নজরুল ইসলাম সিপারকে (৪৪) গ্রেফতার করা হয়েছে বলে জানান সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
তবে প্রসাশনের পক্ষ থেকে আনিত সব অভিযোগ মিথ্যা উল্লেখ্য করে নজরুল ইসলাম শিপারের স্ত্রী সাবিনা ইয়াসমিন এ প্রতিবেদকে জানান, উনার স্বামী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোন রাজনৈতিক দলের সাথে জড়িত ছিলেন না এখনো নেই, অথচ বলা হচ্ছে উনি নাকি সেচ্ছাসেবকলীগ নেতা যা একবারেই মিথ্যে।
বরং তাঁর স্বামী নজরুল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের সাথে একাত্মতা পোষণ করে আন্দোলনে অংশগ্রহণ করে গুরুতর আহত হয়েছিলেন। তাঁকে মিথ্যে মামলায় ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে। তিনি দ্রুত তাঁর স্বামীর মুক্তি এবং সুষ্ঠ ন্যায় বিচার চান।
উনার পরিবার ও সহকর্মীদের মাধ্যমে জানা যায়- নজরুল ইসলাম শিপার সিলেট সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি (গভঃ রেজিঃ নং চট্র -২৭২৮), এছাড়া তিনি ইউনাইটেড নেশন অর্গানাইজেশন ইউএনএসএসসির ফোর এওয়ার্ড প্রাপ্ত স্টাফ এবং আ্যমনেস্টি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস মেম্বার আই,ডি-নং১৩৪৯৫১৭৩৩, ও হিউম্যান রাইটস ওয়াচ নিউইয়র্ক আমেরিকা মেম্বারশিপ নাম্বার (১২৪৫) এর মাধ্যমে মানবতার কল্যাণে একজন নিবেদিত প্রাণ কর্মী হিসেবে দীর্ঘদিন থেকে কাজ করে আসছেন।
এ ব্যাপারে সিনিয়র সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস এম ওয়াহিদুল ইসলাম বলেন নজরুল ইসলাম শিপার ভাই আমার জানামতে সক্রিয় রাজনীতির সাথে জড়িত নয়। তিনি অপসাংবাদিকতা সহ অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রাখেন, সম্ভবত ব্যক্তিগত শত্রুতা থেকে কেউ মামলার বাদিকে মিস গাইড করেছে।
অন্যতায় মামলা বাজদের মুখোশ উন্মোচন করে স্বৈরাচার বিরোধী আন্দোলনের চেতনাকে অপব্যবহারের বিরুদ্ধে প্রয়জনে কঠোর আন্দোলন গড়ে তুলা হবে।