ভাটি বাংলা ডেস্ক: ১০ সেপ্টেম্বর ২০২৪ , ১০:৩৯:৪৪ অনলাইন সংস্করণ
সিলেট মোবাইল পাঠাগারের ( সিমোপা) পুরস্কার পেলেন এ সময়ের জনপ্রিয় ছড়াকার যাকে কালনী পাড়ের ছড়াকার বলা হয়, দেলোয়ার হোসেন দিলু।
দেলোয়ার হোসেন দিলু একজন জনপ্রিয় ছড়াকার ও শিশুসাহিত্যিক। তিনি পিঁপড়ার সম্পাদক মন্ডলীর সভাপতি। ১৯৭০ সালের ৫ মার্চ সুনামগঞ্জের দিরাইয়ে ধল আশ্রম গ্রামে জন্মগ্রহণ করেন। ছন্দবাজ, মেঘের দেশে পরীর বাড়ি,শব্দজালে জব্দ কাফেলা ইত্যাদি আলোচিত বই। এই লেখকের অর্জনের ঝুলিতে রয়েছে কেমুসাস সাহিত্য পুরস্কার, কাব্য কথা সাহিত্য পুরুস্কার, ঢালপত্র সাহিত্য পুরুস্কারসহ আরো অনেক পুরস্কার ও সম্মাননা।
উল্লেখ্য ৭ তারিখ সন্ধ্যা সাড়ে ছয়টায় সিলেট মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য কক্ষে আয়োজিত সিমোপা প্রবীণ ক্যাটাগরী পদক একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার ছড়াকারের হাতে তুলে দেওয়া।
ছড়াসাহিত্যে বিশেষ অবদানের জন্য বাংলা ছড়াসাহিত্যের চারজন ছড়াকারকে সিমোপা পদক ২০২৩ প্রদানের জন্য মনোনীত করা হয় ।
মনোনীত প্রত্যেকেই কয়েক দশক ধরে তাঁদের লেখনীর মাধ্যমে ছড়াকে ভিন্ন মাত্রায় নিয়ে এসেছেন।তাদের কাজের স্বীকৃতি স্বরুপ সিমোপার এই অনন্য আয়োজন।