ভাটি বাংলা ডেস্ক: ১১ সেপ্টেম্বর ২০২৪ , ১১:৪১:৪৯ অনলাইন সংস্করণ
ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের আ.লীগ সরকারের পতন হয়েছে। ৫ আগস্ট পেছনের দরজা দিয়ে শৃগালের মতো পালিয়ে আত্মরক্ষা করেছেন অনিয়ম ও দুর্নীতির মহানায়িকা শেখ হাসিনা।
তার শাসন আমলে কোনো বাকস্বাধীনতা ছিল না। প্রতিবাদ করলে কিংবা সত্য কথা বললে তাকে মিথ্যা মামলায় জেলের ঘানি টানতে হয়েছে।
বর্তমানে বাকস্বাধীনতা ফিরে পেয়েছেন। তারা প্রাণ খুলে কথা বলছেন ও স্বাধীনভাবে চলাফেরা করছেন। আমাদের এই বিজয়কে কোনোভাবে ম্লান হতে দেওয়া যাবে না।
বুধবার ধামরাই পৌর শহরের ধনীবিটা বাসস্ট্যান্ডে ধামরাই উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিনের সভাপতি এক সমন্বয় সভাই প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সভায় বক্তব্য দেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের পৌর সম্পাদক মোহাম্মদ আশিকুজ্জামান স্বপন, ধামরাই উপজেলা বিএনপির সম্পাদক মোহাম্মদ রকিবুর রহমান খান ফরহাদ ও পৌর বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান আতিক।