• গ্রেফতার/আটক

    ভারতে পালানোর সময় জৈন্তাপুর আ. লীগ সভাপতি কামাল আহমদ আটক

      ভাটি বাংলা ডেস্ক: ৭ সেপ্টেম্বর ২০২৪ , ১১:৫৫:৪৩ অনলাইন সংস্করণ

    সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য, জৈন্তাপুর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ ও তার ছোট ভাই সাদেক আহমদকে আটক করেছে বিজিবি।

     

    আজ শনিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় গোয়াবাড়ি সীমান্তবর্তী এলাকা থেকে তাদের আটক করে জৈন্তাপুর বিওপির বিজিবির টহল দল।

     

    বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী।

    স্থানীয় সূত্রে জানা যায়, কামাল আহমদ জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান থাকাকালীন সময়ে গোয়াবাড়ি এলাকায় বিশাল একটি বাগান বাড়ি করেন। শনিবার বিকেলে গোপনে তার বাগানবাড়ি দেখতে গিয়ে সেখানে অবস্থান করেন তিনি।


    সন্ধ্যার দিকে পূর্ব প্রস্তুতি অনুযায়ী স্থানীয় কিছু মানুষের সহযোগিতায় লুঙ্গি ও হেলমেট পরে গোয়াবাড়ি সীমান্ত এলাকার ১২৯২ মেইন পিলার দিয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টারত অবস্থায় তাকে চিনতে পেরে স্থানীয় জনতা আটক করে।


    পরে দ্রুত ঘটনাস্থলে বিজিবি টহল দল পৌঁছে কামাল আহমদকে আটক করে নিয়ে যায়। স্থানীয় জনতা উত্তেজিত হয়ে কামাল আহমদকে মারধরের চেষ্টা করে। সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সহযোগিতায় ঘটনাস্থল থেকে কামাল আহমদকে নেওয়া হয় জৈন্তাপুর মডেল থানায়।

    জৈন্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় কামাল আহমদকে আটক করেছে বিজিবি। জালালাবাদ থানার একটি মামলার এজাহার নামীয় ২২ নম্বর আসামি তিনি।

     

    এদিকে, উপজেলা চেয়ারম্যান থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে নিজ এলাকায় পাথুরে সম্পদ সহ চোরাকারবারীদের গডফাদার ছিলেন তিনি। সেই পথে শত কোটি টাকার সম্পদ বানিয়েছেন।

     

    স্থানীয় এমপি ও মন্ত্রী ইমরান আহমদের সাথে সখ্যতা বজায় রেখে আইনশৃঙ্খলা বাহিনীকে নিজের নিয়ন্ত্রণে রেখেছিলেন তিনি। সেকারনে তার বৈআইনী কার্যক্রম রুখার শক্তি ছিল না কারো।

    আরও খবর

    Sponsered content