• সারাদেশ

    বালুচরে ২০ লক্ষ টাকা চাঁদা না দেওয়ায় মোছাব্বির ভবনে ডাকাতি

      ক্রাইম রিপোর্ট : ৩ সেপ্টেম্বর ২০২৪ , ৪:০৬:২৫ অনলাইন সংস্করণ

    সিলেট সিটি ৩৬ নং ওয়ার্ড ২ নং মসজিদ সংলগ্ন ৫নং টুলটিকর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোছাব্বির মিয়ার চারতলা ভবনে ২০ লক্ষ্য টাকা চাঁদা দাবি করে আসছিলো,সিলেট জেলা ছাত্রলীগ সাবেক সভাপতি হিরন মাহমুদ নিপু গ্রুপের নেতা কর্মী মিজান আহমদ, পাপলু আহমদ, শাহেদ আহমদ, বাবলু মিয়া, জাহেদ আহমদ,নাসির চৌদুরী, শাহজাহান মিয়া, রুবেল মিয়া। অভিযোগকারী জানান, বিল্ডিং নির্মাণের শুরু থেকে তারা চাঁদা দাবি করে আসছিলো, হিরন মাহমুদ নিপু ও ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর যুবলীগ নেতা জাহাঙ্গীরের দাপটে, তাদের ভয়ে কেউ কখনো প্রতিবাদ করতে সাহস করিতো না এলাকায়, প্রায়ই অভিযুক্তরা এসে জোরপূর্বক ৫হাজার,১০ হাজার টাকা নিয়ে যেতো।

    এমতা অবস্থায় গত ০৫ আগষ্ট ২০২৪ ইংরেজি রাত ৮ ঘটিকায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগে বন্দুক নিয়ে ককটেল ফুটিয়ে জনমনে আতংক ছড়িয়ে দেশীয় অস্ত্র নিয়ে সজ্জিত হয়ে প্রবেশ করে মোছাব্বির ভবনে, এবং উপরোক্ত অভিযুক্তরা যে যার মতন ভাংচুর করে, এবং মোছাব্বির ভবনের দামী দামী আসবাবপত্র প্রায়ই ৭ লক্ষ টাকার ক্ষতি সাধন করে ও নগদ ৫ লক্ষ টাকা চিনিয়ে নিয়ে যায়,। অভিযোগকারী আরও জানান চাঁদাবাজরা যাওয়ার পথে এই বলে হুমকি প্রধান করে আগামী ১ সপ্তাহের মধ্যে নগদ ২০ লক্ষ্য টাকা চাদা না দিলে মোছাব্বির ভবন দখল করবে,।

    একই দিনে মোছাব্বির ভবনে ডাকাতির পূর্বে বালুচর একটি দোকানের মামলাল ও নগদ অর্থ লুটপাট করে। অভিযোগকারী ভবনের মালিকের সাথে ফোনে যোগাযোগ করে হামলার বিষয় অবগত করিলে, মালিকপক্ষ থেকে বাড়ির কেয়ারটেকার শফু আহমেদকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানালে, গত ১৪ আগষ্ট ২০২৪ ইংরেজি সিলেট মেট্রোপলিটন ১ম আদালতে উপরোক্ত অভিযুক্তদের নাম উল্লেখ করে মামলা দায়ের করিলে আদালত মামলাটি তদন্তের জন্য শাহপরান রহঃ থানা অফিসার ইনচার্জকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধান করেন। এব্যাপারে মামলার তদন্ত অফিসার শাহপরান রহঃ থানা এসআই মোঃ জাকির হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করিলে তিনি জানান ঘটনাস্তলে গিয়ে সাক্ষপ্রমান পাওয়া গিয়েছে, অবশ্যই আসামীদের আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানান তিনি।

    আরও খবর

    Sponsered content