• রাজনীতি

    দিল্লির গোলামকে জনগণের ওপর রাজত্ব করতে দেওয়া হবে না – রিজভী

      ভাটি বাংলা ডেস্ক: ৩০ সেপ্টেম্বর ২০২৪ , ২:২৮:৫৬ অনলাইন সংস্করণ

    রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানে উচ্চপদে খুনি হাসিনার প্রেতাত্মারা এখনো অবস্থান করছে। দিল্লির কোনো গোলামকে আর দেশের জনগণের ওপর রাজত্ব করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন।

     

    তারা অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলার জন্য অপতৎপরতা চালাচ্ছে। ইতোমধ্যে আনসার বিদ্রোহ গার্মেন্টেসে অস্থিরতাসহ বিভিন্ন অপকর্ম করেছে।

     

    আলী ইমাম মজুমদারদের মতো শেখ হাসিনা সরকারের এজেন্ডা বাস্তবায়নকারী আমলারা অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় থাকলে রাষ্ট্র সংস্কারের কাজ সফল হবে না।

     

    গতকাল রোববার দুপুরে রাজশাহীর ভূবনমোহন পার্কে এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা বলেন।

    রিজভী বলেন, ভারত গণতান্ত্রিক দেশ। অথচ তারা আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা নসাৎতের সহায়তা করেছে। ভারতের উদ্দেশে বলেন, শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন, কিন্তু তার কথামতো যদি বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীল তৈরির চেষ্টা করেন, তাহলে দেশের ১৮ কোটি মানুষ শহীদি চেতনা নিয়ে আবারো রাজপথে নামবে।

     



    ছাত্র জনতার আন্দোলনে হাজার হাজার নিরীহ ছাত্র জনতাকে যে হত্যা করেছে। সেই ফেরাউন শেখ হাসিনাকে আপনারা কিভাবে আশ্রয়-প্রশ্রয় দেন? এটা ঠিক না।



     

    বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, শেখ হাসিনাকে টিকেয়ে রাখতে যেসব আমলা, ডিসি ও সচিবেরা চেষ্টা করেছিলেন, এরা তো নিশ্চয়ই আছেন। তারা কাজও করছেন। বর্তমানে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে। তারা সংস্কারের কথাও বলছে। তবে এই সমন্ত প্রেতাত্মারা যদি থেকে যায়, তাহলে আপনারা যে সংস্কারের কথা বলছেন, সেটি প্রকৃত অর্থে বাস্তবায়ন হবে না। তারা কেউ কেউ এই সরকারকে ব্যর্থ করার জন্য ভেতর থেকে চেষ্টা করতে পারে।

     



    সরকারের উদ্দেশে রিজভী বলেন, আপনারা আওয়ামী সরকারের যেসব অস্ত্র অবৈধ ঘোষণা করেছেন, সেগুলো কিন্তু উদ্ধার করতে পারেননি। অবৈধ অস্ত্র এখনো যুবলীগ-ছাত্রলীগের হাতে আছে।



     

    সেই অস্ত্র শেখ হাসিনা দিয়েছিল। এগুলো উদ্ধার করতে হবে। তা না হলে তারা ফের অস্থিরতা সৃষ্টি করতে পারে। তিনি বলেন,

     



    রাষ্ট্রীয় মদদে শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় আওয়ামী লীগের নেতারা এস আলম গ্রুপ এবং তার দোসররা দেশের টাকা অবাধে লুটপাট করে বিদেশে পাচার করেছে। হিটলার ফ্যাসিষ্ট ছিল কিন্তু তার নামে লুটপাটের কোনো অভিযোগ ছিলনা। কিন্তু হাসিনা ফ্যাসিষ্ট এবং লুটেরা।


     

    রাজশাহী নিয়ে বিএনপির এই নেতা বলেন, ভয়ঙ্কর দোযোগ থেকে পরিত্রাণ পেয়েছি। আগে রাজশাহীতে এসে প্রাণ নিয়ে ফিরে যেতে পারব কি না, তা নিয়ে সংশয় থাকত। বিএনপির সাংগঠনিক সংগঠনের বাইরে ‘আমরা বিএনপি পরিবার’ একটি অরাজনৈতিক সংগঠন। এই সংগঠনের মাধ্যমে বিএনপির নির্যাতিত, নিহত পরিবারকে তারেক রহমান ১৫ বছর ধরে দেখে আসছেন।

     

    রাজশাহী মহানগর বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. এরশাদ আলী ঈশার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, আমরা বিএনপি পরিবারের আহবায়ক আতিকুর রহমান রুমন, উপদেষ্টা আলমগীর কবীর, বিএনপি মিডিয়া সেলের সদস্য ফারজানা পুতুল প্রমুখ।

    আরও খবর

    Sponsered content