“জনতার অধিকার আমাদের অঙ্গীকার” এই শ্লোগান কে সামনে রেখে গাজীপুর জেলা ও মহানগর গণ অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত গণঅভ্যুত্থান পরবর্তী তারুণ্যের রাজনৈতিক ভাবনা শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা আহবায়ক মমিন আকন্দ তন্ময়।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকাল ৩টায় নগরীর জয়দেবপুর কনভেনশন সেন্টারে গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির শ্রমিক পরিষদের সহ-সভাপতি মোঃ আরিফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খান।
প্রধান অতিথির বক্তব্য রাশেদ খান বলেন- আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানাচ্ছি।
যদি তিনি তা না করতে পারেন, তাহলে তার বিরুদ্ধেও আন্দোলন করবো, তিনি আরো বলেন যেকোনো ব্যক্তি দুই বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, দলের প্রধানও রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না।
এ সময় আরও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় জেলা ও মহানগর নেতৃবৃন্দ।