• সিলেট

    হত্যাসহ একাধিক মামলার আসামী হয়ে সিলেট ছাড়ছেন সমালোচিত পুলিশ কর্মকর্তা দস্তগীর

      ভাটি বাংলা ডেস্ক: ২৫ আগস্ট ২০২৪ , ২:২৮:৫৫ অনলাইন সংস্করণ

    ছাত্রজনতার উপর নির্দয় হামলা সেই সাথে তরুন সাংবাদিক এটিএম তুরাব হত্যা ঘটনায় জড়িত থাকা সহ একাধিক মামলার আসামী হয়ে সিলেট ছাড়ছেন পুলিশের আলোচিত কর্মকর্তা দস্তগীর।

    পেশাদারিত্ব লঙ্ঘন করে বৈধ অস্ত্র নিয়ে বৈআইনীভাবে ছাত্রজনতার উপর আক্রমণ চালিয়ে সমালোচিত হন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ কমিশনার সাদেক কাওসার দস্তগীর।

    এবার বদলি হয়ে শেরপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে তাকে। এছাড়া বদলি করা হয়েছে সিলেট রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মর্যাদার আরও ৫ পুলিশ কর্মকর্তাকে।

     



    সমালোচিত এসএমপির ওই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, দস্তগীর এক কনস্টেবলের হাত থেকে অস্ত্র নিয়ে তুরাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়েছেন।



     

    বদলি হওয়া অন্য পুলিশ কর্মকর্তারা হলেন- সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান, সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস, হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ চন্দ্র দে, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) সজল কুমার সরকার ও হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ খলিলুর রহমান।

    ১৯ আগষ্ট বেলা ১১টায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন পুলিশের গুলিতে নিহত তুরাবের বড় ভাই আবুল আহসান মো. আযরফ (জাবুর)।

    মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ ১৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। সেই সাথে ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে। শুনানি শেষে মামলার এফআইআর করার নির্দেশ দিয়েছেন আদালত। মামলায় ২ নম্বর আসামি অতিরিক্ত উপ-কমিশনার (ক্রাইম উত্তর) মো. সাদেক দস্তগীর কাউসার।

    আরও খবর

    Sponsered content