• সারাদেশ

    সিলেট কোর্টপয়েন্টকে শহীদ সাংবাদিক তুরাব চত্বর ঘোষণা

      নিউজ ডেস্কঃ ১৮ আগস্ট ২০২৪ , ৩:০৩:২০ অনলাইন সংস্করণ

    শহীদ সাংবাদিক এটিএম তুরাব

     


    সিলেট নগরীর কোর্ট পয়েন্ট এলাকাকে শহীদ সাংবাদিক এটিএম তুরাব চত্ব¡র ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে সিলেটের প্রতিনিধিত্বশীল সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দের উপস্থিতিতে ব্যানার টানিয়ে আনুষ্ঠানিকভাবে তুরাব চত্ব¡র নামকরণ করা হয়। এ সময় পুলিশের গুলিতে নির্মমভাবে নিহত দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার ও দৈনিক নয়া দিগন্তের সিলেট প্রতিনিধি শহীদ সাংবাদিক এটিএম তুরাবের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

    বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ও দৈনিক জালালাবাদের চিফ ফটোগ্রাফার হুমায়ুন কবির লিটনের যৌথ পরিচালনায় তুরাব চত্বর নামকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিনিয়র সহসভাপতি খালেদ আহমদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সিলেট জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, দৈনিক প্রভাত বেলার সম্পাদক কবীর আহমদ সোহেল, সিলেট প্রেস ক্লাবের পাঠাগার সম্পাদক কবির আহমদ, সিনিয়র সাংবাদিক শাহ মুজিবুর রহমান জকন, দৈনিক জালালাবাদের যুগ্ম বার্তা সম্পাদক আহবাব মোস্তফা খান, দৈনিক সিলেটের ডাকের সিনিয়র রিপোর্টার নুর আহমদ, শহীদ সাংবাদিক এটিএম তুরাবের বড় ভাই আবুল আহসান মোহাম্মদ আজরফ (জাবুর আহমদ)।

    এ ছাড়াও উপস্থিত ছিলেন, জালালাবাদ রাগিব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের ফিজিশিয়ান মেডিসিন বিভাগের রেজিস্ট্রার ডা: মোহাম্মদ ফজলুল হক সোহেল, সিলেট অনলাইন প্রেস ক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেটের সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব, জেলা সমন্বয়ক গোলাম মর্তুজা সেলিম, খালেদ আহমদ, এমজেএইচ জামিল, ইয়াহইয়া মারুফ, মিসবাহ উদ্দিন আহমদ, সুলতান সুমন, আব্দুল মুহিত দিদার, ফটো সাংবাদিক রেজা রুবেল, শেখ আব্দুল মজিদ, আজমল হোসেন, জাবেদ আহমদ ও রুবেল আহমদ প্রমুখ।

    নেতৃবৃন্দ বলেন, সিলেটের মাটিতে পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশ কর্তৃক গুলি করে সাংবাদিক হত্যা ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায়। তুরাব হত্যার সাথে জড়িত পুলিশ কর্মকর্তাদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এ ব্যাপারে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সোচ্ছার হতে হবে।

    তুরাবের বাসায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ
    ছাত্র-জনতার আন্দোলনে সিলেটে পুলিশের গুলীতে নিহত সাংবাদিক এটিএম তুরাবের বাসায় গিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেটের সমন্বয়কবৃন্দ। এ সময় তারা শহীদ সাংবাদিক তুরাবের পরিবারকে সমবেদনা জানান ও পরিবারের খেঁাঁজ খবর নেন।
    বিগত আন্দোলনে সিলেটে নিহতদের বাড়ি বাড়ি গিয়ে পরিবারের খেঁাঁজ নেয়া শুরু করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেটের নেতৃবৃন্দ। এরই ধারাবাহিকতায় শুক্রবার সাংবাদিক তুরাবের বাসায় যান তারা। এরপর হবিগঞ্জে নিহত টুকের বাজারের মোস্তাক আহমদের বাড়িতে যান তারা।
    জানা গেছে, গত শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহসমন্বয়ক ও সিলেটের সমন্বয়ক শাবি শিক্ষার্থী আসাদুল্লাহ আল-গালিবসহ কয়েকজন সমন্বয়ক পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এটিএম তুরাবের বাসায় যান। পরে তারা নগরীর ৩৯ নম্বর ওয়ার্ডের গৌরীপুরের আরেক নিহত মোস্তাক আহমদের বাসায় যান। এ সময় তারা তাদের পরিবারের সাথে কথা বলেন।
    এ দিকে বাদ জুমা হযরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনে ছাত্র-জনতাসহ নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

    আরও খবর

    Sponsered content