ভাটি বাংলা ডেস্কঃ ২১ আগস্ট ২০২৪ , ২:০৭:১১ অনলাইন সংস্করণ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলি করে শিক্ষার্থী ও জনতাকে হত্যা, হামলা চালিয়ে আহত করা এবং অতীতের বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে সাবেক এক প্রতিমন্ত্রী, পাঁচ মেয়র, সাত সংসদ-সদস্য, সাবেক আইজিপি, ২০ পুলিশ কর্মকর্তাসহ প্রায় ৩ হাজার ৮০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
আসামিদের বেশির ভাগই আওয়ামী লীগ নেতাকর্মী। সোমবার রাত এবং মঙ্গলবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এসব মামলা হয়। এর মধ্যে পাঁচটি হত্যা মামলা।
পুলিশ কর্মকর্তার ছেলের মৃত্যু ও আইনজীবীদের মারধরের ঘটনায় পুলিশের সাবেক আইজিসহ ২০ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দুটি করা হয়। একটি মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় ২০ জুলাই গুলিতে রাজারবাগ পুলিশ লাইন্সের উপপরিদর্শক মো. ময়নাল হোসেন ভূঁইয়ার ছেলে ইমাম হাসান তাইম হত্যার অভিযোগে ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ইকবাল হোসেনসহ ৫ জনকে আসামি করা হয়েছে। তাইম নারায়ণগঞ্জ সরকারি আদমজী নগর এমডব্লিউ কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাকিল আহাম্মদের আদালতে তাইমের মা মোসা. পারভীন আক্তার বাদী হয়ে এ মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পিবিআইকে অভিযোগের বিষয়ে তদন্ত করে ১ অক্টোবর প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মামলায় যাদের আসামি করা হয়েছে তারা হলেন এডিসি শাসিল মোহাম্মদ শামীম, এসি তানজিল আহমেদ, যাত্রাবাড়ী থানার ওসি (তদন্ত) জাকির হোসেন ও এসআই শাহাদাৎ আলী। এদিকে গত বছর ১২ সেপ্টেম্বর আইনজীবীদের ওপর হামলার ঘটনায় করা অপর মামলায় সাবেক আইজিপিসহ ১৫ জনকে আসামি করা হয়েছে।
সিলেট: সিলেট নগরের সোবাহানি ঘাটে বিএনপি-যুবদল-ছাত্রদলের মিছিলে হামলা ও গুলি করার অভিযোগে আদালতে মামলা হয়েছে। মামলায় সিলেট মহানগর পুলিশ কমিশনার, সিলেট সিটি করপোরেশনের সদ্য সাবেক মেয়র, সদ্য সাবেক তিন সংসদ-সদস্যসহ ৫৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪০০ জনকে আসামি করা হয়েছে। মঙ্গলবার সিলেটের অতিরিক্ত মেট্রোপলিটন আদালতে এ মামলাটি করেন সাজন আহমদ সাজু নামের দক্ষিণ সুরমা সরকারি কলেজের এক শিক্ষার্থী। তিনি ওইদিনের হামলায় মারাত্মক আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন বলে মামলার এজাহারে উল্লেখ করেছেন।
চট্টগ্রাম: বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ৩ আগস্ট চট্টগ্রামের সদ্য সাবেক মেয়র মো. রেজাউল করিমের বাসভবনে হামলার সময় সংঘর্ষের মধ্যে পড়ে পথচারী শহীদুল ইসলাম শহীদের মৃত্যুর ঘটনায় থানায় মামলা হয়েছে। সোমবার রাতে নিহতের ভাই শফিকুল ইসলাম বাদী হয়ে নগরীর চান্দগাঁও থানায় মামলাটি করেন। মামলায় আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০-৪০ জনকে আসামি করা হয়েছে। এজাহারনামীয় একজন ছাড়া বাকিরা আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী। মঙ্গলবার চান্দগাঁও থানার ওসি জাহিদুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
বরিশাল: বরিশালের সাবেক সংসদ-সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, সাবেক মেয়র খোকন সেরনিয়াবাত এবং সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহসহ ৩৬৬ নেতাকর্মীর নামোল্লেখ করে মামলা হয়েছে। বিএনপির কার্যালয় ভাঙচুরের অভিযোগে মঙ্গলবার রাতে বরিশাল কোতোয়ালি মডেল থানায় এ মামলা করেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন।
রাজশাহী: রাজশাহীতে ৫ আগস্ট দুপুরে গুলিবিদ্ধ হয়ে ইসলামী ছাত্রশিবির নেতা আলী রায়হান (২৮) নিহতের ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। সোমবার রাতে রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানায় এ হত্যা মামলা করেন নিহত শিবির নেতার ভাই রানা ইসলাম। এ মামলায় প্রধান আসামি করা হয়েছে রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে। ৫০ জনের নাম উল্লেখ করে করা মামলায় অজ্ঞাত হিসাবে আরও ১ হাজার ২০০ জনকে আসামি করা হয়েছে।
কুমিল্লা: কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ-সদস্য বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসীন বাহার সূচনার বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে। এবার কুমিল্লায় ছাত্র আন্দোলনের মিছিলে গুলি চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে মামলা হলো। সোমবার রাতে মামলাটি করেন নগরীর দক্ষিণ চর্থা (তালতলা) এলাকার কাশেম মিয়ার ছেলে ছোটন মিয়া। মামলায় এজাহারনামীয় ২২৫ জন এবং অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে। অভিযুক্তদের অধিকাংশই আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী-সমর্থক।
নওগাঁ: সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ও নওগাঁ-২ (পত্নীতলা ও ধামইরহাট) আসনের সাবেক সংসদ-সদস্য শহীদুজ্জামান সরকারসহ পাঁচজনের বিরুদ্ধে চাঁদাবাজি, হত্যাচেষ্টা, হয়রানি ও হুমকির অভিযোগে মামলা হয়েছে। মঙ্গলবার নওগাঁর আমলি আদালত-৪-এ মামলাটি করেন পত্নীতলা উপজেলা আওয়ামী লীগের সাবেক উপদপ্তর সম্পদক ও উপজেলার নজিপুর পৌরসভার হরিরামপুর দক্ষিণপাড়ার বাসিন্দা শামসুল হক।
ব্রাহ্মণবাড়িয়া ও আশুগঞ্জ: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলায় ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সাবেক সংসদ-সদস্য মঈন উদ্দিন মঈনসহ আওয়ামী লীগের ১৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে। মঙ্গলবার উপজেলার আড়াইসীধা গ্রামের নাসির মিয়ার ছেলে রমজান মিয়া ও মইশার গ্রামের মফিজ মিয়ার ছেলে হাসান মিয়া বাদী হয়ে আশুগঞ্জ থানায় মামলা দুটি করেন। মামলায় অন্য আসামিদের মধ্যে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সফিউল্লাহ মিয়া ও সাধারণ সম্পাদক আবু নাসের।
মুন্সীগঞ্জ: ছাত্র আন্দোলনে গুলিতে শ্রমিক রিয়াজুল ফরাজী নিহতের ঘটনায় মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ-সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লবসহ ৫০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। সোমবার রাতে ফরাজীর স্ত্রী রুমা বেগম বাদী হয়ে সদর থানায় মামলাটি করেন। সাবেক সংসদ-সদস্য বিপ্লবকে প্রধান করে এতে ২০৮ জনকে নামীয় আসামি করা হয়েছে। বাকিরা অজ্ঞাতনামা আসামি।
তাহিরপুর: সিলেটে বৈষম্যবিরোধী আন্দোলনে শাবিপ্রবি শিক্ষার্থী রুদ্র সেন নিহতের ঘটনায় সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ-সদস্য রনজিত সরকারসহ ৩০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। সোমবার সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আব্দুল মোমেনের আদালতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাবিপ্রবি শাখার সমন্বয়ক হাফিজুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ছাড়াও তিন সংসদ-সদস্য, শাবিপ্রবির উপাচার্যসহ চার শিক্ষক-কর্মকর্তা, পুলিশের উচ্চপদস্থ চার কর্মকর্তাসহ ১১ জন, ৫ কাউন্সিলর এবং আওয়ামী লীগ ও যুবলীগের চার নেতাকেও আসামি করা হয়েছে।
বেলকুচি-চৌহালী (সিরাজগঞ্জ): ছাত্র আন্দোলনে শিক্ষার্থী শিহাব নিহতের ঘটনায় সিরাজগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ-সদস্য ও বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মমিন মন্ডলসহ ৩৩ জনের নামে মামলা হয়েছে। মামলায় ৫০০ থেকে ৭০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। সোমবার রাতে এনায়েতপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সোলায়মান বাদী হয়ে মামলাটি করেন। শিহাব সিরাজগঞ্জ সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
সূত্রঃ যুগান্তর আদালত প্রতিবেদক, ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর: