• সারাদেশ

    সামরিক আইন জারি করার চেষ্টা, বরখাস্ত সেনাবাহিনীর শীর্ষ ৫ কর্মকর্তা

      নিউজ ডেস্কঃ ৬ আগস্ট ২০২৪ , ৯:৪১:২৩ অনলাইন সংস্করণ

    ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালকসহ সেনাবাহিনীর শীর্ষ পাঁচজন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে শেখ হাসিনার পদত্যাগের সাম্প্রতিক ঘটনায় সেনাপ্রধানকে অসহযোগিতা করার অভিযোগ আনা হয়েছে।

    এছাড়া সেনাপ্রধানকে চাপ দিয়ে সামরিক আইন জারি করার চেষ্টাও করেন তারা। তাদের এখন সামরিক আদালত বা কোর্ট-মার্শালের আওতায় গ্রেপ্তারের অপেক্ষায় আছে সেনাসদর। আজ মঙ্গলবার সন্ধ্যায় সংশ্লিষ্ট সূত্র ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছে।

     

    এনটিএমসি মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান ছাড়াও বরখাস্ত হওয়া অন্য কর্মকর্তাদের মধ্যে আছেন— সেনাসদরের কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি), স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) প্রধান মেজর জেনারেল মো. মজিবুর রহমান, এনএসআই মহাপরিচালক, ডিজিএফআই মহাপরিচালক

    0Shares

    আরও খবর

    Sponsered content