• সারাদেশ

    সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়ার হুঙ্কারঃ সন্তানদের ওপর গুলি চালানো বন্ধ করুন, যথেষ্ট হয়েছে

      নিউজ ডেস্কঃ ৪ আগস্ট ২০২৪ , ১:৪২:৩৫ অনলাইন সংস্করণ

    সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে তাদের পক্ষে অবস্থান নিয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া। তিনি বলেছেন, শিক্ষার্থীদের ওপর গুলি চালানো ও নির্যাতনের মতো অন্ধ উন্মত্ততার অবসান জরুরি।

    সাবেক এই সেনাপ্রধান শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করে বৃহস্পতি ও শুক্রবার নিজের ফেসবুক আইডিতে পৃথক পোস্ট দিয়েছেন।

     


    শিক্ষার্থীদের ওপর গুলি চালানো বন্ধের দাবি জানিয়ে শুক্রবার ফেসবুক কাভার ফটোতে ইকবাল করিম ভূঁইয়া লেখেন-“যথেষ্ট হয়েছে।

    এই অন্ধ উন্মত্ততার অবসান জরুরি। আমাদের সন্তানদের ওপর গুলি চালানো, তাদের অপহরণ, গণ-গ্রেপ্তার ও নির্যাতন এখনই বন্ধ করুন।”

     

    এর আগের দিন ১ আগস্ট আরেক পোস্টে (ইংরেজি এবং বাংলায়) তিনি লিখেছেন, “আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, বৈষম্য বিরোধী আন্দোলনে তাজা প্রাণ উৎসর্গকারী শহীদদের রুহের মাগফেরাত কামনা করছি।” শুধু তাই নয়, সম্প্রতি শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করে নিজের ফেসবুক প্রোফাইল পিকচার এবং কাভার ফটো লাল রঙে পরিবর্তন করেন তিনি।

     

    ইকবাল করিম ভূঁইয়া ২০১২ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৫৭ সালের ২ জুন কুমিল্লায় জন্মগ্রহণ করেন ইকবাল করিম ভূঁইয়া। কুমিল্লা জিলা স্কুল এবং ফৌজদারহাট ক্যাডেট কলেজে তার পড়ালেখা। ১৯৭৬ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন পান ইকবাল করিম ভূঁইয়া। নবম পদাতিক ডিভিশনের অধিনায়কের ভূমিকায় ছিলেন তিনি। ভালো কাজের স্বীকৃতি হিসেবে কুয়েত সরকার তাকে লিবারেশন অব কুয়েত মেডেল প্রদান করেছিল।

    আরও খবর

    Sponsered content