স্টাফ রিপোর্টারঃ ১৯ আগস্ট ২০২৪ , ৮:৩২:২৩ অনলাইন সংস্করণ
সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল।
সোমবার সন্ধ্যায় রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে আটক করা হয়।
তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেয়া হচ্ছে বলে অভিযানে থাকা একজন কর্মকর্তা জানিয়েছেন।
ডা. দীপু মনি বিদায়ী আওয়ামী লীগ সরকারের সমাজকল্যাণ মন্ত্রী ছিলেন। এর আগের বার শিক্ষামন্ত্রী এবং তার আগের মেয়াদে পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।