নিজস্ব প্রতিবেদক ৮ আগস্ট ২০২৪ , ১০:৪০:১৮ অনলাইন সংস্করণ
শেখ হাসিনা সরকারের পতনের তিন দিন পর আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা শপথ নেন। বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনের কাছে তারা শপথ গ্রহণ করেন।
এর আগে প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস।
এরপর ১৬ জন উপদেষ্টামণ্ডলীর নাম ঘোষণা করা হয়। তাদের মধ্যে আছেন-ড. সালেহ উদ্দিন আহমেদ, ড. আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রেজওয়ানা হাসান, শারমিন মুরশিদ, ফারুকী আযম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, সুপ্রদিপ চাকমা, বিধান রঞ্জন রায়, আ.ফ.ম খালিদ হাসান, ফরিদা আখতার, নুরজাহান বেগম, মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
এই উপদেষ্টাদের মধ্যে বিধান রঞ্জন রায়, ফারুকী আজম ও সুপ্রদীপ চাকমা ঢাকার বাইরে থাকায় বাকি ১৪ জনকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি।